শুটকি মাছে কি এলার্জি আছে - ভয়ঙ্কর প্রতিক্রিয়া জানুন এখনই
পোস্ট সূচিপত্রঃ শুটকি মাছে কি এলার্জি আছে
- শুটকি মাছে কি এলার্জি আছে সত্যটা জানুন
- পাঙ্গাস মাছে কি এলার্জি আছে কিভাবে বুঝবেন
- ইলিশ মাছে কি এলার্জি আছে কেন সতর্ক হওয়া উচিত
- তেলাপিয়া মাছে কি এলার্জি আছেকিছু সতর্ক নেওয়া উচিত
- সামুদ্রিক মাছে কি এলার্জি আছে রিসার্চ এবং গবেষণা কি বলে
- ব্যক্তিগত মতামতঃ শুটকি মাছে কি এলার্জি আছে
শুটকি মাছে কি এলার্জি আছে
- আপনার মুখে অথবা গলায় ফোলা ভাব
- শ্বাসকষ্ট
- ত্বকে লালচে দানা এবং র্যাশ
- পেটে অস্বস্তি
ক্রস-রিঅ্যাকটিভিটিঃ শুটকি মাছে সাধারণত যে প্রোটিন পাওয়া যায় তা অন্যান্য মাছের সাথে মিলতে পারে। যারা শুটকি মাছ খেলে এলার্জি অনুভব করেন, তারা অন্যান্য শেলফিশ যেমন ঝিনুক অথবা কাঁকড়া খাওয়ার সময় একই সমস্যা অনুভব করতে পারেন। তথ্য সূত্রঃ লেখকঃ Munera, 2013
শুটকি মাছের ব্যাপারে সতর্কতা
পাঙ্গাস মাছে কি এলার্জি আছে কিভাবে বুঝবেন
পাঙ্গাস মাছ আমাদের কাছে অনেক প্রিয় একটি খাবার, যা আমাদের দেশের জনপ্রিয় একটি মাছ হিসেবে পরিচিত। আমি নিজেও পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসি। পাঙ্গাস মাছ কিছু মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে আপনাদের মধ্যে যাদের অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি সৃষ্টির মূল কারণ হচ্ছে মাছের প্রোটিন, যা আপনার শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। পাঙ্গাস মাসে এলার্জি রয়েছে কিনা চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।পাঙ্গাস মাছের এলার্জি নিয়ে প্রথম গবেষণা
২০১০ সালের একটি গবেষণা Monosensitivity to Pangasius and Tilapia
Caused by Allergens Other than Parvalbumin যার লেখক হচ্ছেন D. Ebo, A.
Kuehn, C. Bridts, C. Hilger, F. Hentges, W. Stevens তার তথ্য অনুযায়ী,
পাঙ্গাস মাছের প্রতি কিছু ব্যক্তির এলার্জি হতে পারে। একটি গবেষণায় একজন
রোগীর পাঙ্গাস মাছ খাওয়ার পর মৌখিক এলার্জি সিনড্রোম দেখা যায়
কিন্তু তিনি যখন অন্য মাছ এবং শেলফিশ যেমন ঝিনুক ইত্যাদি খাওয়ার পর কোন
সমস্যা হয়নি। গবেষণা থেকে জানতে পারি, এই এলার্জি হওয়ার সম্ভবত কারণ
ছিল 18-কিলোডালটন (kDa) এবং 45-kDa প্রোটিন।
পাঙ্গাস মাছের এলার্জি নিয়ে দ্বিতীয় গবেষণা
২০১৪ সালের আরেকটি গবেষণা পত্র যার শিরোনাম ছিল Specific IgE to Fish
Extracts Does Not Predict Allergy to Specific Species within an Adult Fish
Allergic Population এবং লেখক ছিলেন K. Schulkes, R. Klemans, Lidy
Knigge, M. D. de Bruin-Weller, C. Bruijnzeel-Koomen, Å. Marknell deWitt,
J. Lidholm, A. Knulst তার কথা অনুযায়ী, পাঙ্গাস মাছে
এলার্জি
সাধারণত ইমিউনোগ্লোবুলিন E (IgE) যার মানে হচ্ছে সহজ ভাষায় (এটি এক ধরনের
অ্যান্টিবডি যা আমাদের শরীরের ইমিউন সিস্টেম তৈরি করে) প্রতিক্রিয়া সৃষ্টি
করে, যা পাঙ্গাস মাছের প্রোটিন আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ইমিউন
সিস্টেম দ্বারা হুমকি হিসেবে চিহ্নিত হয় এবং তখন এটি আমাদের শরীরে অতিরিক্ত
প্রতিক্রিয়া দেখায়।
পাঙ্গাস মাছের এলার্জি নিয়ে তৃতীয় গবেষণা
আমি আরেকটি গবেষণাপত্র দেখি যেটি প্রকাশ পায় ২০২০ সালে এবং গবেষণার শিরোনাম ছিল Development of New White Fish Allergy after Bone Marrow Transplantation from a Non-atopic Donor যার লেখক ছিলেন Maylene Xie, M. Fajt তার মূল বক্তব্য হলো, পাঙ্গাস মাছের মধ্যে যে এলার্জি রয়েছে তা অন্যান্য মাছের সাথেক্রস-রিঅ্যাকটিভিটি (এক ধরনের এলার্জি প্রোটিন যা অন্যান্য এলার্জি প্রোটিনের মত দেখতে হয় অথবা একই ধরনের প্রতিক্রিয়া দেখায়) সৃষ্টি করতে পারে। আমি আপনাকে সহজ ভাষায় বলি তাহলে একজন ব্যক্তি যদি পাঙ্গাস মাছ খাওয়ার পরে এলার্জি অনুভব করেন, তাহলে অন্যান্য মাছের ক্ষেত্রেও তার একই ধরনের এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
পাঙ্গাস মাছ খাওয়ার আগে সতর্ক হোন
- আগে থেকে আপনার এলার্জি রয়েছে কিনা তা বুঝতে হবে
- আপনার যদি ছোট শিশু এবং ঘরে বৃদ্ধ কেউ থাকেন তাহলে তাদের জন্য সতর্ক থাকতে হবে
- প্রথমবার যদি খান তাহলে অল্প করে শুরু করেন
- খাবার আগে অবশ্যই ভালোভাবে রান্না করে নিবেন কারণ ব্যাকটেরিয়া এবং টক্সিন পদার্থ এতে থাকতে পারে
- চেষ্টা করবেন বিশুদ্ধ এবং নিরাপদ উৎস থেকে মাছ কেনার
- মাছ যদি প্যাকেট জাত হয় তাহলে তার লেভেল ভালো করে পড়ুন
- সবশেষে বলবো আপনি চিকিৎসকের সাথে এ বিষয়ে পরামর্শ সবচেয়ে ভালো সিদ্ধান্ত
ইলিশ মাছে কি এলার্জি আছে কেন সতর্ক হওয়া উচিত
ইলিশ মাছ আমাদের বাঙালির জন্য এক আবেগের নাম। ইলিশ মাছের গন্ধ, স্বাদ এবং মাংসের জন্য এটি আমাদের হৃদয়ের জায়গা করে নিয়েছে। আমি এই মাছ খেয়েছি কিন্তু কোনরকম সমস্যা অনুভব করিনি বিশেষ করে অ্যালার্জি জাতীয়। তবে আপনাদের শরীরের জন্য কখনো কখনো এটি ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে তাদের জন্য যাদের শরীর খুব বেশি সংবেদনশীল। কিছু রিসার্চ এবং গবেষণার তথ্য নিয়ে যাচাই করার চেষ্টা করব ইলিশ মাছের এলার্জি রয়েছে কিনা। তাহলে চলুন ধাপে ধাপে বিষয়গুলো দেখে নেওয়া যাক।সবার প্রথমে দেখুন ইলিশ মাছের এলার্জি লক্ষণ
- আপনার ত্বকে লালচে ফুসকুড়ি অথবা র্যাশ দেখা দিতে পারে
- আপনার ঠোঁট, চোখ অথবা মুখ ফুলে যেতে পারে
- চুলকানি সৃষ্টি হতে পারে
- আপনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে পারেন
- পেটে ব্যথা, বমি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে
ইলিশ মাছের এলার্জি নিয়ে প্রথম গবেষণা
ইলিশ মাছের এলার্জি নিয়ে দ্বিতীয় গবেষণা
ইলিশ মাছের এলার্জি নিয়ে তৃতীয় গবেষণা
ইলিশ মাছের এলার্জি নিয়ে চতুর্থ গবেষণা
ইলিশ মাছের এলার্জি নিয়ে পঞ্চম গবেষণা
যা আপনার শরীরে এলার্জি সৃষ্টি তৈরি করে। তাছাড়া আপনাদের জানার সুবিধার্থে আরো যদি কিছু প্রোটিনের নাম বলি তা হল tropomyosin, filamin C, creatine kinase, aldolase A, G3PD ইত্যাদি। বিশেষজ্ঞরা বলেন এই উপাদান গুলো আমাদের শরীরের IgE (ইমিউনোগ্লোবুলিন E - এটি এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরের ইমিউন সিস্টেম তৈরি করে) এর সাথে যুক্ত হয়ে এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে
ইলিশ মাছের এলার্জি নিয়ে ষষ্ঠ গবেষণা
এলার্জি রোগীর উপর, এবং তাদের প্রত্যেকের রক্তে ইলিশ মাছের প্রোটিনের প্রতি এলার্জির প্রতিক্রিয়া ছিল। এছাড়া আরো যেটি জানতে পারি তা হল যে ইলিশ মাছের প্রোটিন প্রোফাইলে ৫০-kDa কিলোডালটন উচ্চ ওজনের এলার্জি সনাক্ত করা হয়। যদি আপনি মাছ প্রেমি হয়ে থাকেন তাহলে আপনার শরীরের রিঅ্যাকশন সৃষ্টি হতে পারে
ইলিশ মাছের এলার্জি নিয়ে সপ্তম গবেষণা
ইলিশ মাছের এলার্জির চিকিৎসা ও আপনার জন্য করনীয়
- আপনি যদি ইলিশ মাছ খেয়ে এলার্জি অনুভব করেন বা আপনার শরীরে কোনোরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে দেরি না করে একজন এলার্জি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন
- এলার্জির জন্য সাধারণত চিকিৎসক অ্যান্টিহিস্টামিন নামক ঔষধ দিয়ে থাকেন। আপনি চিকিৎসকের পরামর্শে অবশ্যই ঔষধ নেবেন
- এলার্জির আকার যদি গুরুতর হয় সেক্ষেত্রে আপনাকে গুরুতর ক্ষেত্রে Epinephrine Auto-injector Epipen - এটি হলো এক ধরনের স্বয়ংক্রিয় ইঞ্জেক্টর যা জরুরি অবস্থায় এপিনেফ্রিন নামক একটি ঔষধ শরীরে ইনজেক্ট করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার হয় প্রাণঘাতী এলার্জি মোকাবেলা করার জন্য
ইলিশ মাছের এলার্জি নিয়ে আমার মতামত
ইলিশ মাছে এলার্জি হবে কিনা বা আপনার শরীরের ওপর প্রভাব পড়বে কিনা সেটি নির্ভর করে ব্যক্তির ওপর। তবে আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত এ ধরনের সমস্যার মোকাবেলা করিনি। অন্য ক্ষেত্রে এলার্জি অনুভব করেছি কিন্তু মাছের ক্ষেত্রে তেমন একটি অনুভব করিনি। ইলিশ মাছে আপনার এলার্জিক রয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য হালকা কিছু খেয়ে দেখুন। যদি সমস্যা অনুভব করেন তাহলে তৎক্ষণাৎ না খেয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।তেলাপিয়া মাছে কি এলার্জি আছে কিছু সতর্ক নেওয়া উচিত
তেলাপিয়া মাছ স্বাদে এবং গুণের দিক দিয়ে জনপ্রিয় একটি সুপার ফুড হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত। আমি নিজেও এ মাছ খেতে খুব পছন্দ করি বিশেষ করে ভাজি মাছ। তবে প্রশ্ন আসতে পারে ভাই এই মাছ খেলে কি কোনরকম এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তেলাপিয়া মাছ খেলে এলার্জি হবে কিনা এটা নির্ভর করবে ব্যক্তির ওপর। তেলাপিয়া মাছের এলার্জি নিয়ে গবেষণা এবং রিসার্চ কি বলে চলুন সে বিষয়গুলো এক নজরে দেখে নেয়া যাক।গবেষণা শিরোনাম এবং লেখক | প্রকাশনার বছর | বিস্তারিত বর্ণনা |
---|---|---|
Tilapia (Oreochromis mossambicus) allergens identified using techniques such as ELISA, SDS-PAGE, 2D gels, Western blotting, and MALDI-TOF mass spectrometry লেখক: Rong Liu, E. Yang, Chuyi Liu, W. Xue |
২০১২ | আপনারা যে গবেষণা দেখছেন সেখান থেকে আমি জানতে পারি, তেলাপিয়া মাছের মধ্যে এমন কিছু প্রোটিন রয়েছে যা আপনার শরীরে এলার্জি সৃষ্টি করতে পারে। প্রোটিন গুলো হলো fructose-bisphosphate aldolase A, enolase 3 (beta muscle) ইত্যাদি। তাছাড়া মাছের এলার্জির প্রধান কারণ হিসেবে যেটি কে শনাক্ত করা হয় তা হলো parvalbumin। |
Monosensitivity to pangasius and tilapia triggered by allergens distinct from parvalbumin লেখক: D. Ebo, A. Kuehn, C. Bridts, C. Hilger, F. Hentges, W. Stevens |
২০১০ | তেলাপিয়া মাছে 18-kDa এবং 45-kDa প্রোটিন থাকার কারণে সাধারণত আপনার মধ্যে এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। |
Are fish tropomyosins allergens? লেখক: J. González-Fernández, B. Veleiro, A. Daschner, C. Cuéllar |
২০১৬ | Tropomyosin এটি আরেক ধরনের প্রোটিন যা তেলাপিয়া মাছের মধ্যে উপস্থিত থাকে এবং এটি আপনার শরীরে এলার্জি সৃষ্টি করতে পারে। |
তেলাপিয়া মাছের এলার্জির লক্ষণ
- আপনার ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে
- মুখ অথবা চোখে ফোলা ভাব দেখা দিতে পারে
- শ্বাসকষ্ট সহ বমি এবং পেট খারাপ হতে পারে
সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url