ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা - দ্রুত বৃদ্ধি, কম খরচ
পোস্ট সূচিপত্রঃ ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা
- ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা
- ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ
- ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট
- সোনালী মুরগির ওজন বৃদ্ধির ঔষধ
- সোনালী মুরগির ওজন বৃদ্ধির চার্ট
- ব্যক্তিগত মতামতঃ ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা
ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা
ব্রয়লার মুরগির ৩০ দিনের ঔষধের তালিকা ২০২৪
১ম দিনে আপনি যা করবেন একদিন বয়স
- করণীয়ঃ আপনি বাচ্চা মুরগির খামারে আনার পর সবার প্রথমে একটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত পাত্র নিন। তারপর হালকা গরম পানিতে গ্লুকোজ মেশান এবং সেটি সরবরাহ করুন।
- প্রতিরোধঃ রাণীক্ষেত রোগ (Newcastle Disease) এটি একটি ভাইরাস জনিত রোগ যা মুরগি, হাঁস এবং পাখির হয়ে থাকে। সেজন্য এই রোগের জন্য নাকের ড্রপ ও চোখের টিকা (F1 strain) দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্রঃ
- পোল্ট্রি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক গবেষণা
- বিভিন্ন কৃষি বিষয়ক ওয়েবসাইট
২-৫ দিনে আপনি যা করবেন
- করণীয়ঃ আপনি চেষ্টা করবেন সবসময় পরিষ্কার জল সরবরাহ করার
- প্রতিরোধঃ আপনি চাইলে অ্যামিনো এসিড এবং ভিটামিন সমৃদ্ধ ইলেকট্রোলাইট মুরগিকে খাওয়াতে পারেন। এটি আপনার বাচ্চা মুরগীদের দুর্বলতা কাটাতে সাহায্য করবে।
তথ্যসূত্রঃ
- পোল্ট্রি বিষয়ক উৎপাদনকারী কোম্পানি
- আন্তর্জাতিক পশু চিকিৎসা বিষয়ক জার্নাল
৬-১০ দিনে আপনি যা করবেন
- করনীয়ঃ আপনি আপনার মুরগির চলাফেরা এবং স্বাস্থ্যর দিকে নজর রাখুন। যদি দেখেন কোনোরকম সমস্যা হচ্ছে তাহলে দ্রুত একজন পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
- প্রতিরোধঃ গামবোরো রোগের (Infectious Bursal Disease - IBD) এটি সাধারণত একটি ভাইরাসজনিত রোগ। প্রথম ডোজের টিকা এই সময়ে দেওয়া হয়।
তথ্যসূত্রঃ
- বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর
- বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউটের তথ্য
১১-১৫ দিনে আপনি যা করবেন
- করণীয়ঃ আপনার মুরগির খাবার এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন। আর চেষ্টা করবেন খামারের পরিবেশ স্বাস্থ্যকর রাখার।
- প্রতিরোধঃ এছাড়া আপনি ভিটামিন এবং মিনারেল যেরকম প্রয়োজন সেটি সরবরাহ করুন।
তথ্যসূত্রঃ
- কৃষি বিশ্ববিদ্যালয় এবং পোল্ট্রি বিভাগ প্রকাশিত তথ্য
- আন্তর্জাতিক সেমিনার এবং কনফারেন্স পোল্ট্রি বিষয়ক
১৬-২০ দিনে আপনি যা করবেন
- প্রতিরোধঃ গামবোরো রোগের জন্য এই সময়ে টিকা দেওয়া হয় সেটি দ্বিতীয় ডোজের।
- করণীয়ঃ আপনার মুরগির স্বাস্থ্য ঠিক আছে কিনা সে বিষয়ে জানার জন্য ওজন নিয়মিত খেয়াল করুন এবং চেষ্টা করবেন খাবারের গুণগতমান ঠিক রাখার।
তথ্যসূত্রঃ
- অভিজ্ঞ খামারিদের পরামর্শ
- বিভিন্ন পোল্ট্রি বিষয়ক ব্লগ এবং ফোরাম
২১-৩০ দিনে আপনি যা করবেন
- করণীয়ঃ এই সময় মুরগি দ্রুত বাড়তে আরম্ভ করে সেজন্য পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা করা জরুরী। তাছাড়া আর একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হল বায়ু চলাচল।
- প্রতিরোধঃ রাণীক্ষেত রোগের দ্বিতীয় ডোজের টিকা এ সময় দেওয়া হয়। এটি সাধারণত নির্ভর করবে প্রথম ডোজের টিকার ধরনের ওপর।
তথ্যসূত্রঃ
- পোল্ট্রি বিষয়ক ঔষধ প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানি
- আন্তর্জাতিক পোল্ট্রি চিকিৎসা প্রটোকল
অতিরিক্ত বিষয় টিকা এবং কৃমিনাশক ও প্রতিরোধমূলক ব্যবস্থা
১-৭ দিন দিনে আপনি যা করবেন ( প্রাথমিক টিকা )
- সবার প্রথমে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী প্রাথমিক টিকা যেমনঃ নিউক্যাসল রোগ এবং মারেক রোগের টিকা মুরগিকে প্রয়োগ করতে হবে।
- ৭-১৪ হলে করণীয়ঃ যদি প্রয়োজন পড়ে তাহলে সংক্রামক ব্রঙ্কাইটিস এবং গাম্বোরো রোগের জন্য আপনাকে অতিরিক্ত টিকা সহ আরো কিছু টিকা দিতে হবে।
১৪-২১ দিনে আপনি যা করবেন ( কৃমিনাশক )
- এই সময় আপনাকে একজন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী অন্ত্রের পরজীবী প্রতিরোধের জন্য কৃমিনাশক ওষুধ এর ব্যবস্থা করতে হবে।
২১-৩০ দিনে আপনি যা করবেন ( প্রতিরোধমূলক ওষুধ )
- এটি নির্ভর করবে রোগের ওপর। হয়তো আপনার চিকিৎসক এই সময় কক্সিডিওসিস বা ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য প্রতিরোধমূলক ওষুধের পরামর্শ দিতে পারে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন
- আপনারা উপরে যে তালিকা দেখছেন সেটি আমি বিভিন্ন খামারের পরিস্থিতি অনুযায়ী উল্লেখ করেছি এটি পরিবর্তন হতে পারে।
- বাংলাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের (Department of Livestock Services - DLS) নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি পোল্ট্রি পালন সংক্রান্ত কিছু নির্দেশ পেতে পারেন। তবে আপনি যে নির্দিষ্ট করে ৩০ দিনের ঔষধের তালিকা পাবেন এরকম নাও হতে পারে।
- আপনি স্থানীয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ঔষধ ব্যবহার করবেন না। আপনার মুরগির জন্য কেমন ঔষধ বা তালিকা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন।
- তাছাড়া আপনি টিকা দেওয়ার সময় সুচি এবং ঔষধের ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরবরাহ করুন।
- আপনি চেষ্টা করবেন জীবনিরাপত্তা (Biosecurity) বজায় রাখার এবং খামারে সঠিক সময়ে জীবাণুনাশক ব্যবহারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ
ফিসব্রয়ল ব্রয়লার বুস্টার সুপার টনিক
এটি খুব জনপ্রিয় একটি পণ্য। আপনার ব্রয়লার মুরগির ওজন বাড়াতে এটি সাহায্য করবে। এতে আপনার মুরগির খাবারের প্রতি আগ্রহ এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। তাছাড়া এটি মুরগির খাওয়ার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অল্প সময়ে ওজন বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। এটি আপনি সাধারণত 500mL, 1L, 2L, এবং 4L সাইজে পাবেন। তথ্যসূত্রঃ afrimash
REFIT ANIMAL CARE ব্রয়লার ওজন গেইনার
এটি সাধারণত একটি পাউডার যা আপনার বয়লার মুরগির ওজন বাড়াতে সাহায্য করবে। মুরগির উন্নত বৃদ্ধির পাশাপাশি সঠিক ওজন অর্জনে কার্যকরী ভূমিকা রাখে। তথ্যসূত্রঃ amazon
ওজন বাড়ানোর কিছু খাবার
আপনি যদি মুরগির ওজন বাড়াতে চান তাহলে সেদ্ধ ডিম অথবা কাঁচা ডিমের হলুদ অংশ খাওয়াতে পারেন। এটি উচ্চ প্রোটিন যুক্ত একটি খাবার যেখানে ১৮-২২% প্রোটিন থাকে। এটি আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া আপনি সাপ্লিমেন্টও সরবরাহ করতে পারেন। তথ্যসূত্রঃ REFIT ANIMAL CARE Broiler Weight Gainer Poultry Feed Supplement for Chicken, Chicks and Birds
স্টেরয়েড গ্রোথ প্রোমোটার
ডেক্সামেথাসোন (DEX) এটি একটি স্টেরয়েড গ্রোথ প্রোমোটার যা আপনার মুরগির বৃদ্ধির হার এবং খাবারের দক্ষতা ও মাংসের গুণগতমান উন্নত করে। তথ্যসূত্রঃ Pubmet
ট্রাইলোস্টেনের কার্যকারিতা
এটি একটি β-হাইড্রক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনেজ ইনহিবিটর যা আপনার মুরগির বৃদ্ধির পাশাপাশি ওজন বাড়াতে সাহায্য করে। তথ্যসূত্রঃ pubmed - Improvement of growth in broiler chickens using trilostane
ভিটামিন ডি৩-গ্লাইকোসাইড
২০২০ সালের একটি গবেষণায় দেখা যায় ভিটামিন ডি৩-গ্লাইকোসাইড মুরগির ওজন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস কমাতে সাহায্য করে। তথ্যসূত্রঃ Science Direct -Active vitamin D3-glycoside preserves weight gain and modulates the inflammatory response in broiler chickens challenged with lipopolysaccharide
চিটোসান এবং হুই পাউডার
এটি আপনার মুরগির খাবারে যদি যোগ করেন তাহলে ওজন বাড়ার সম্ভাবনা অধিকাংশ বেড়ে যায়। এই পদ্ধতি সাধারণত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কাজ করা হয়। তথ্যসূত্রঃ BIO Web of Conferences
প্রাকৃতিকভাবে বয়লারের ওজন বাড়ানোর
গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন
আপনার মুরগিকে কিছু খাওয়ানোর আগে অবশ্যই সেটি আপনার মুরগির জন্য উপযুক্ত বা কার্যকর কিনা নিশ্চিত করার জন্য পশু চিকিৎসক অথবা বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট
বয়স (দিন) | শরীরের ওজন (কেজি) | খাবারের গ্রহণ (গ্রাম) | মোট খাবারের গ্রহণ | পানির গ্রহণ (মিলি) |
---|---|---|---|---|
০ | ০.০৪৩ | ০ | ||
১ | ০.০৫২ | ১৫ | ১৪ | ২৩ |
২ | ০.০৬৩ | ১৬ | ৩০ | ২৭ |
৩ | ০.০৭৮ | ১৭ | ৪৭ | ৩৪ |
৪ | ০.০৯৬ | ২১ | ৬৯ | ৩৮ |
৫ | ০.১১৭ | ২৩ | ৯২ | ৪৭ |
৬ | ০.১৪৩ | ২৬ | ১১৬ | ৫৪ |
৭ (সপ্তাহ ১) | ০.১৬৪ | ২৭ | ১৪৬ | ৬১ |
৮ | ০.১৮৯ | ৩০ | ১৭৪ | ৬৫ |
৯ | ০.২২৪ | ৩৪ | ২১১ | ৬৮ |
১০ | ০.২৫৯ | ৪২ | ২৫২ | ৭৪ |
১১ | ০.২৯৬ | ৪৩ | ২৯৫ | ৭৮ |
১২ | ০.৩৩৪ | ৫১ | ৩৪৬ | ৯০ |
১৩ | ০.৩৭৬ | ৫৬ | ৪০১ | ১০২ |
১৪ (সপ্তাহ ২) | ০.৪১ | ৬২ | ৪৬৪ | ১১২ |
১৫ | ০.৪৬৬ | ৬৭ | ৫৩০ | ১১৮ |
১৬ | ০.৫১৮ | ৭২ | ৬০২ | ১২৯ |
১৭ | ০.৫৫ | ৭৮ | ৬৮২ | ১৩৮ |
১৮ | ০.৬২৯ | ৮৩ | ৭৬৪ | ১৪৫ |
১৯ | ০.৬৮৩ | ৮৯ | ৮৫৪ | ১৫৬ |
২০ | ০.৭৪২ | ৯৬ | ৯৪৯ | ১৬৫ |
২১ (সপ্তাহ ৩) | ০.৮০৫ | ১০১ | ১০৪৮ | ১৭৫ |
২২ | ০.৮৬৮ | ১০৫ | ১১৫৪ | ১৮৩ |
২৩ | ০.৯৩৫ | ১১০ | ১২৬৫ | ১৯৩ |
২৪ | ১.০০৩ | ১১৪ | ১৩৭৯ | ২০১ |
২৫ | ১.০৭১ | ১২০ | ১৪৯৮ | ২১০ |
২৬ | ১.১৪২ | ১২৬ | ১৬২৪ | ২১৮ |
২৭ | ১.২১৬ | ১২৮ | ১৭৫১ | ২২৪ |
২৮ (সপ্তাহ ৪) | ১.২৮ | ১৩১ | ১৮৮৪ | ২৩২ |
২৯ | ১.৩৬৫ | ১৩৫ | ২০২১ | ২৩৮ |
৩০ | ১.৪৪৪ | ১৪১ | ২১৬২ | ২৪৫ |
৩১ | ১.৫২২ | ১৪৫ | ২৩৫২ | ২৫৩ |
৩২ | ১.৬০১ | ১৫০ | ২৪৫৫ | ২৬৩ |
৩৩ | ১.৬৮১ | ১৫৬ | ২৬১২ | ২৭২ |
৩৪ | ১.৭৬৩ | ১৬২ | ২৭৭৪ | ২৮০ |
৩৫ (সপ্তাহ ৫) | ১.৮৪৫ | ১৬৬ | ২৯৩৬ | ২৮৮ |
৩৬ | ১.৯২৬ | ১৭০ | ৩১০৫ | ২৯৮ |
৩৭ | ২.০০৮ | ১৭৫ | ৩২৭৯ | ৩০৫ |
৩৮ | ২.০৯৩ | ১৭৭ | ৩৪৫৮ | ৩১২ |
৩৯ | ২.১৭৫ | ১৮১ | ৩৬৩৮ | ৩১৮ |
৪০ | ২.২৫৮ | ১৮৪ | ৩৮২৫ | ৩২৫ |
৪১ | ২.৩৪১ | ১৮৭ | ৪০১২ | ৩২৮ |
৪২ (সপ্তাহ ৬) | ২.৪২৪ | ১৯১ | ৪২০১ | ৩৩৪ |
সোনালী মুরগির ওজন বৃদ্ধির ঔষধ
অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার (AGPs)
প্রোবায়োটিক ও প্রিবায়োটিক
প্রোবায়োটিক হলো এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যেমন ল্যাকটোব্যাসিলাস এটি আপনার মুরগির পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রিবায়োটিক (যেমন- FOS, MOS) হলো এক ধরনের ফাইবার এবং উপকারী ব্যাকটেরিয়া খাবার যা আপনার মুরগির খাদ্য হজম করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। (সূত্রঃ Poultry Science Journal, 2020)
এনজাইম সাপ্লিমেন্ট
হারবাল সাপ্লিমেন্ট
তুলসী, নিম এবং হলুদ ও আদার মতো গাছের নির্যাস আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ওজন বাড়াতে সাহায্য করে। তাছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে এগুলো অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবেও কাজ করতে পারে। (সূত্রঃ Frontiers in Veterinary Science, 2021)
ভিটামিন ও মিনারেল
ভিটামিন বি এবং ভিটামিন ডি, আইরন ও জিঙ্ক আপনার মুরগির মেটাবলিজম এবং হাড়ের গঠনে অত্যন্ত কার্যকরী। আপনার মুরগির ওজন বৃদ্ধি ততক্ষণ পাবে না যতক্ষণ না পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পায়। (সূত্রঃ World's Poultry Science Journal, 2018)
ব্যালান্সড ফিড ম্যানেজমেন্ট
আপনাকে ঔষধ গ্রহণের পাশাপাশি সঠিক খাদ্য এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী। গবেষণা সংস্থা বলেছে আপনার মুরগির খাবারে ২০ থেকে ২২ পার্সেন্ট প্রোটিন থাকলে ওজন দ্রুত বাড়ানো সম্ভব। (সূত্রঃ USDA, 2022)
কিছু ক্ষেত্রে সতর্ক থাকুন
- যে কোন ওষুধ মুরগিকে খাওয়ানোর আগে অবশ্য একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।
- কখনোই অতিরিক্ত কেমিক্যাল অথবা হরমোন মুরগি শরীরে প্রয়োগ করবেন না কারণ এটি আপনার মুরগির মাংসের জন্য অত্যন্ত ক্ষতিকর।
সোনালী মুরগির ওজন বৃদ্ধির চার্ট
আপনারা নিশ্চয়ই জানেন সোনালী মুরগির ডিম এবং মাংস কিন্তু দুটোই সেরা। যারা খামারি আছেন এদের ভালো ওজন হলে আপনাদের লাভ আরো বেশি। সোনালি মুরগির ওজন বৃদ্ধির জন্য আপনাকে সঠিক ঔষধ এবং তাড়াতাড়ি ওজন বৃদ্ধির কিছু দিকনির্দেশনা মানতে হবে। আমি চেষ্টা করব কঠিন ভাবে না বলার একদম সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন আর বেশি বকবক না করে মূল কথায় আসা যাক।
১ সপ্তাহ --- ১৫০-২০০ গ্রাম
২ সপ্তাহ -- ৪০০-৫০০ গ্রাম
৩ সপ্তাহ -- ৬০০-৭০০ গ্রাম
৪ সপ্তাহ -- ৯০০-১২০০ গ্রাম
৫ সপ্তাহ ১৩০০-১৫০০ গ্রাম
৬ সপ্তাহ ১৫০০-১৮০০ গ্রাম
৭ সপ্তাহ ১৮০০-২০০০ গ্রাম
৮ সপ্তাহ ২০০০-২৩০০ গ্রাম
ওজন বাড়ানোর জন্য আরো কিছু বিষয় মাথায় রাখুন
- বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ২০ থেকে ২২% প্রোটিন থাকলে ওজন দ্রুত বাড়ানো সম্ভব। তাছাড়া আপনি ভুট্টা, এবং সয়াবিন অফিস মিল এটির ভালো উৎস হতে পারে। (সূত্র: FAO, 2020)
- আপনি মুরগির ঘরে ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ থেকে ১৮ ঘন্টা আলো রাখলে খাবার বেশি খেতে পারে এবং ওজন বাড়ে। (সূত্র: Poultry Science, 2021)
- তাছাড়া আপনি রোগ নিয়ন্ত্রণের জন্য যেমন- নিউক্যাসল, গামবোরো এবং প্রোবায়োটিক ল্যাকটোব্যাসিলাস ব্যবহারের মৃত্যুর হার অনেক কমে যায় এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়। (সূত্রঃFrontiers in Veterinary Science, 2023)
ইংরেজি সোর্স থেকে
- ResearchGate---ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায় ছয় সপ্তাহে সোনালি মুরগির গড় ওজন হয়েছে ১৭০০ গ্রাম।
- Poultry Performance Plus-- এই ওয়েবসাইটে আপনি লাইভ ওজন ট্রেকিং চার্ট পাবেন যা আপনাকে সব সময় রিয়েল টাইম ডেটা সরবরাহ করে থাকে।
সতর্ক থাকতে কিছু বিষয় জেনে নিন
- আপনি কখনোই বাড়তি ওজনের জন্য স্টেরয়েড অথবা হরমোন ব্যবহার করবেন না কারণ এতে মুরগির মাংসে ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু জমতে পারে। (সূত্র: WHO, 2021)।
সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url