আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত? ইঞ্জিনিয়াররা লাখপতি
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত? আপনি যদি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের কথা
চিন্তা করেন তাহলে এটি হতে পারে আপনার জন্য চমৎকার সুযোগ। আমেরিকায় একজন
ইঞ্জিনিয়ারের গড় বেতন ১১০০০০-১৩০০০০$। আপনার বেতন নির্ভর করবে বিভিন্ন
ক্ষেত্রে এবং অভিজ্ঞতার উপর।
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের মধ্যে সাধারণত মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, পেট্রোলিয়াম এবং এয়ারস্পেস ইঞ্জিনিয়ারদের বেতন তুলনামূলক বেশি। আজকের আর্টিকেলের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের কর্মজীবন, উপার্জন এবং আমেরিকার অন্যান্য চাকরি সেক্টরের যাবতীয় তথ্য পেতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের মধ্যে সাধারণত মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, পেট্রোলিয়াম এবং এয়ারস্পেস ইঞ্জিনিয়ারদের বেতন তুলনামূলক বেশি। আজকের আর্টিকেলের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের কর্মজীবন, উপার্জন এবং আমেরিকার অন্যান্য চাকরি সেক্টরের যাবতীয় তথ্য পেতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত
- আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত
- আমেরিকার সেনাবাহিনীর বেতন কত
- আমেরিকায় ডাক্তারের বেতন কত
- ডেন্টাল ডাক্তারের বেতন কত
- আমেরিকার শ্রমিকের বেতন কত
- আমেরিকায় প্রবাসীদের বেতন কত
- আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি
- আমেরিকায় অথবা যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার উপায়
- ব্যক্তিগত মতামতঃ আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত তা
জানতে আমরা প্রত্যেকে আগ্রহী বিশেষ করে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্কলারশিপ
নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে অথবা চাকরির জন্য যেতে চায়। বর্তমানে তথ্যপ্রযুক্তির
উন্নতির ফলে সফটওয়্যার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদের
বেতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সফটওয়্যার এবং মেশিন লার্নিং
ইঞ্জিনিয়ারদের বেতন বেশি এবং চাহিদা সম্পন্ন। যদি সেখানে আপনি ক্যারিয়ার গড়তে
চান তাহলে এটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ। নিচে আমেরিকায়
ইঞ্জিনিয়ারদের বেতন কত সে সম্পর্কে টেবিল আকারে ধারণা দেওয়া হলো।
ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি | গড় মাসিক ও বার্ষিক বেতন USD | অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বার্ষিক USD |
---|---|---|
প্রফেশনাল ইঞ্জিনিয়ার | মাসিক: $৭,৬৩০, বার্ষিক: $৯১,৫৫৬ | ০-১ বছর: $৬৫,০০৫, ১-৪ বছর: $৭৮,৯৫৫, সর্বোচ্চ: $১,৩৩,০০০, সর্বনিম্ন: $৬৬,০০০ |
গবেষণা ও উন্নয়ন ইঞ্জিনিয়ার | মাসিক: $৭,২৪৫, বার্ষিক: $৮৬,৯৪২ | ০-১ বছর: $৭১,৬৯৫, ১-৪ বছর: $৮৩,০০০, সর্বোচ্চ: $১,২২,০০০, সর্বনিম্ন: $৬৬,০০০ |
সফটওয়্যার ইঞ্জিনিয়ার | মাসিক: $৭,৮০৭, বার্ষিক: $৯৩,৬৮৭ | ০-১ বছর: $৮১,২৬৭, ১-৪ বছর: $৯০,৮৯৮, সর্বোচ্চ: $১,৩৬,০০০, সর্বনিম্ন: $৬৮,০০০ |
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,২৮১, বার্ষিক: $৭৫,৩৭১ | ০-১ বছর: $৬৭,০৫২, ১-৪ বছর: $৭৩,৬৮১, সর্বোচ্চ: $৯৯,০০০, সর্বনিম্ন: $৫৯,০০০ |
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,২৯২, বার্ষিক: $৭৫,৫১৪ | ০-১ বছর: $৬৪,৯২১, ১-৪ বছর: $৭১,৭১২, সর্বোচ্চ: $১,০৬,০০০, সর্বনিম্ন: $৫৮,০০০ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,৬০৪, বার্ষিক: $৭৯,২৪৮ | ০-১ বছর: $৬৯,১৪৮, ১-৪ বছর: $৭৫,৭৭০, সর্বোচ্চ: $১,১০,০০০, সর্বনিম্ন: $৬১,০০০ |
সিভিল ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,২৬২, বার্ষিক: $৭৫,১৪৮ | ০-১ বছর: $৬৩,৪০৩, ১-৪ বছর: $৬৯,৯৫২, সর্বোচ্চ: $১,০৯,০০০, সর্বনিম্ন: $৫৯,০০০ |
প্রোডাকশন ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,৪৫৫, বার্ষিক: $৭৭,৪৬৩ | ০-১ বছর: $৬৪,৭০৪, ১-৪ বছর: $৭৪,২৬০, সর্বোচ্চ: $১,১২,০০০, সর্বনিম্ন: $৫৭,০০০ |
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,৪৭৯, বার্ষিক: $৭৭,৭৫২ | ০-১ বছর: $৬৬,৯২১, ১-৪ বছর: $৭২,৫৭৯, সর্বোচ্চ: $১,০৮,০০০, সর্বনিম্ন: $৬২,০০০ |
ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ার | মাসিক: $৯,০৫৫, বার্ষিক: $১,০৮,৬৬৫ | ০-১ বছর: $৭৫,৫০৩, ১-৪ বছর: $৯৭,৪৩৬, সর্বোচ্চ: $২,৩৮,০০০, সর্বনিম্ন: $৭৯,০০০ |
প্রোডাক্ট ইঞ্জিনিয়ার | মাসিক: $৬,৫৭৯, বার্ষিক: $৭৮,৯৫১ | ০-১ বছর: $৬৮,৭৪৫, ১-৪ বছর: $৭৫,১৩৯, সর্বোচ্চ: $১,০৮,০০০, সর্বনিম্ন: $৬২,০০০ |
যে সমস্ত বিষয় আপনাকে মনে রাখতে হবে
- এই বেতন গুলোর গড় কিন্তু অভিজ্ঞতা, অবস্থান এবং কোম্পানির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে
বেশি বেতন প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং পেশাগুলি
- ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ার: $৯,০৫৫ সর্বোচ্চ: $১৯,৮৩৩
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার: $৭,৮০৭ সর্বোচ্চ: $১১,৩৩৩
- প্রফেশনাল ইঞ্জিনিয়ার: $৭,৬৩০ সর্বোচ্চ: $১১,০৮৩
সবচেয়ে কম বেতন প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং পেশাগুলি
- প্রোডাকশন ইঞ্জিনিয়ার: $৬,৪৫৫ সর্বনিম্ন: $৪,৭৫০
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার: $৬,২৮১ সর্বনিম্ন: $৪,৯১৬
- সিভিল ইঞ্জিনিয়ার: $৬,২৬২ সর্বনিম্ন: $৪,৯১৬
তথ্যসূত্রঃ উপরোক্ত চাকরিগুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে Payscale ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে আপনি চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত আরও ডিটেলস
জানতে পারবেন।
আমেরিকার সেনাবাহিনীর বেতন কত
আপনি
কি জানেন আমেরিকার সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বের মধ্যে সেরা সামরিক
বাহিনী। এখানে সাধারণত সৈনিকদের বেতন তাদের পদবী, অভিজ্ঞতা, কাজের ধরন এবং বছরের
উপর নির্ভর করে থাকে। এখানে নবীন সৈনিকরা সাধারণত প্রতি মাসে ২০০০ থেকে ৩০০০ ডলার
বেতন পান এবং যারা উচ্চ পদের অফিসার রয়েছে তাদের বেতন অনেক বেশি হতে পারে। বিশেষ
করে নেভি অথবা আর্মি স্পেশাল ফোর্স। তাছাড়া সেনাবাহিনীতে বিনামূল্যে বাসস্থান,
খাবার, স্বাস্থ্য সেবা এবং শিক্ষার সুযোগ পাবেন। আমেরিকাতে সেনাবাহিনীর বেতন
কত হতে পারে দেখে নিন।
র্যাঙ্ক | ১-২ বছর অভিজ্ঞতা বার্ষিক বেতন $ | ৮ বছরের অভিজ্ঞতা বার্ষিক বেতন $ | মাসিক বেতন $ |
---|---|---|---|
প্রাইভেট (E1) | ১৯,০০০ | ২১,০০০ | ১,৫৮৩ |
স্পেশালিস্ট (E4) | ৬৩,৮৫০ | ৭৭,৫২০ | ৫,৩২০ |
সার্জেন্ট (E5) | ৬৯,৬০০ | ৯৩,৩০০ | ৫,৮০০ |
স্টাফ সার্জেন্ট (E6) | ৭৬,০০০ | ১,০৩,০০০ | ৬,৩৩৪ |
অফিসার (O1) | ৪৯,০০০ | ৭০,০০০ | ৪,০৮৩ |
মেজর (O4) | ৯০,০০০ | ১,৩০,০০০ | ৭,৫০০ |
লেফটেন্যান্ট কর্নেল (O5) | ১,০৫,০০০ | ১,৫০,০০০ | ৮,৭৫০ |
বিশেষ বিবেচনা করলে যা দেখা যায়
- বেতন বৃদ্ধিঃ ২০২৫ সালে সেনাবাহিনীর সদস্যরা ৪.৫% বেতন বৃদ্ধির পাশাপাশি E5 র্যাঙ্ক অথবা তার উপরে যে সমস্ত সদস্যরা আছেন তাদের জন্যও ৪.৫% বেতন বৃদ্ধি পাবে। তথ্যসূত্রঃ VA Claims Insider
- এয়ার ফোর্সঃ Military Times এর প্রদত্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বেতন প্রদানকারী শাখা হিসেবে এয়ার ফোর্সকে চিহ্নিত করা হয়েছে।
আমেরিকায় ডাক্তারের বেতন কত
আমেরিকায় একজন ডাক্তারের পেশাকে অত্যন্ত সম্মানজনক এবং উচ্চ বেতনের মধ্যে
অন্যতম হিসেবে গণ্য করা হয়। একজন নতুন ডাক্তার সাধারণত বছরে ১ লাখ ৫০ হাজার
থেকে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বেতন পেতে পারে। কিন্তু যদি অভিজ্ঞ ডাক্তার
হয় সে ক্ষেত্রে তাদের বেতন ৩ লাখ ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ ডলার বা তার
বেশিও হতে পারে। বিশেষ করে যারা সার্জন, এনেস্থেসিওলজিস্ট এবং কার্ডিওলজিস্ট
আছেন তাদের বেতন অনেক বেশি।
গ্লাসডোর Glassdoor অনুযায়ী প্রতিবছর
- সাধারণ চিকিৎসক General Physician: ২০৪,০০০ ডলার
- সার্জন Surgeons: ৪০০,০০০ ডলার
- পেডিয়াট্রিশিয়ান Pediatrician: ১৮০,০০০ ডলার
- ফ্যামিলি মেডিসিন চিকিৎসক Family Medicine Doctors: ২১৩,০০০ ডলার
- বিশেষজ্ঞ Specialists অ্যানেসথেসিওলজিস্ট ৩৫০, ০০০ ডলার
পাইসাইকেল Payscale অনুযায়ী প্রতি বছর
- সাধারণ চিকিৎসকঃ ১৮৫,০০০ ডলার
- বিশেষজ্ঞ চিকিৎসকঃ ২০০,০০০-৪০০,০০০ ডলার বেশিও হতে পারে
- উচ্চ চাহিদা সম্পন্ন অঞ্চলের সার্জনদের বেতনঃ ৫০০,০০০ ডলার বা এর বেশিও হতে পারে
সেলারি ডট কম Salary.com অনুযায়ী প্রতিবছর
- চিকিৎসক General Physician: ২০৩,০০০ ডলার
- পেডিয়াট্রিশিয়ানঃ ১৮৪,০০০ ডলার
- সার্জনঃ ৪১৩,০০০ ডলার
- অ্যানেসথেসিওলজিস্টঃ ৪০০,০০০+ডলার
বিউরো অব লেবার স্ট্যাটিস্টিকস (BLS) অনুযায়ী প্রতিবছর
- প্রায় সব ধরনের চিকিৎসক এবং সার্জনদের গড় বেতনঃ ২০৬,৫০০ ডলার
- এটি আপনার নির্ভর করবে চিকিৎসা, দক্ষতা এবং অবস্থানের উপর
Glassdoor এর প্রদত্ত তথ্য অভিজ্ঞতা অনুযায়ী বেতন প্রতিবছর
- এন্ট্রি লেবেল অভিজ্ঞতা ০-৫ বছরঃ গড়ে ১৮০,০০০-২১০,০০০ ডলার
- মিড ক্যারিয়ার অভিজ্ঞতা ৫-১০ বছরঃ গড়ে ২২০,০০০-২৬০,০০০ ডলার
- অভিজ্ঞ ১০-২০ বছর অভিজ্ঞতাঃ গড়ে ২৮০,০০০-৩৫০,০০০ ডলার
- অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন ২০+ বছর অভিজ্ঞতাঃ গড়ে ৪০০,০০০ ডলার বা তার বেশি
Payscale এর প্রদত্ত তথ্য অভিজ্ঞতা অনুযায়ী বেতন প্রতিবছর
- এন্ট্রি লেবেল অভিজ্ঞতা ০-৫ বছরঃ ১৭৫,০০০-২১০,০০০ ডলার
- মিড ক্যারিয়ার অভিজ্ঞতা ৫-১০ বছরঃ ২২০,০০০-২৭০,০০০ ডলার
- অভিজ্ঞ ১০-২০ বছর অভিজ্ঞতাঃ ২৫০,০০০-৩২০,০০০ ডলার
- বিশেষজ্ঞ চিকিৎসকদের বেতন অভিজ্ঞতা ২০+ ২০ বছরঃ ৩৫০,০০০-৫০০,০০০ ডলার অথবা তারও বেশি হতে পারে
Salary.com এর প্রদত্ত তথ্য অভিজ্ঞতা অনুযায়ী বেতন প্রতিবছর
এন্টি লেভেল অভিজ্ঞতা ০-৩ বছরঃ ১৯০,০০০-২১০,০০০ ডলার
মিড লেভেল অভিজ্ঞতা ৪-১০ বছরঃ ২২০,০০০-২৬০,০০০ ডলার
সিনিয়র অভিজ্ঞতা ১০+ বছরঃ ২৮০,০০০-৩৫০,০০০ ডলার
আমেরিকান ডাক্তারদের মাসিক বেতন
Glassdoor | Payscale | Salary.com |
---|---|---|
এন্ট্রি-লেভেল ০-৫ বছর অভিজ্ঞতা - মাসিক বেতন গড়ে $১৫,০০০-$১৭,৫০০ | এন্ট্রি-লেভেল অভিজ্ঞতা ০-৫ বছর - মাসিক বেতন $১৪,৫৮৩-$১৭,৫০০ | এন্ট্রি-লেভেল অভিজ্ঞতা ০-৩ বছর - মাসিক বেতন $১৫,৮৩৩-$১৭,৫০০ |
মিড-ক্যারিয়ার ৫-১০ বছর অভিজ্ঞতা - মাসিক বেতন গড়ে $১৮,৩৩৩-$২১,৬৬৭ | মিড-ক্যারিয়ার অভিজ্ঞতা ৫-১০ বছর - মাসিক বেতন $১৮,৩৩৩-$২২,৫০০ | মিড-লেভেল অভিজ্ঞতা ৪-১০ বছর - মাসিক বেতন $১৮,৩৩৩-$২১,৬৬৭ |
অভিজ্ঞ ১০-২০ বছর অভিজ্ঞতা - মাসিক বেতন গড়ে $২৩,৩৩৩-$২৯,১৬৭ | অভিজ্ঞ অভিজ্ঞতা ১০-২০ বছর - মাসিক বেতন $২০,৮৩৩-$২৬,৬৬৭ | সিনিয়র অভিজ্ঞতা ১০+ বছর মাসিক বেতন $২৩,৩৩৩-$২৯,১৬৭ |
অত্যন্ত অভিজ্ঞ ২০+ বছর অভিজ্ঞতা - মাসিক বেতন গড়ে $৩৩,৩৩৩ বা তারও বেশি | লেট ক্যারিয়ার অভিজ্ঞতা ২০+ বছর - মাসিক বেতন $২৯,১৬৭-$৪১,৬৬৭ |
আপনার যদি আরও বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে আপনি নিম্নোক্ত ওয়েবসাইট গুলো
ভিজিট করতে পারেন।
তথ্যসূত্রঃ
- Glassdoor: Glassdoor - Doctor Salary in USA
- Payscale: Payscale - Doctor Salary in USA
- Salary.com: Salary.com - Doctor Salary in USA
ডেন্টাল ডাক্তারের বেতন কত
আমেরিকায় যারা দাঁতের চিকিৎসক রয়েছে তাদের বেতন তুলনামূলকভাবে একটু বেশি। প্রথম অবস্থায় একজন ডেন্টিস্ট বছরে ১ লাখ ২০ হাজার থেকে শুরু করে ২ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। আর যদি তিনি অভিজ্ঞ সম্পন্ন হন যেমন অরথোডন্টিস্ট বা ওরাল সার্জন তাহলে তাদের বেতন হতে পারে ২ লাখ ৫০ হাজার থেকে শুরু করে ৪ লাখ ডলার বা তারও বেশি। তাছাড়া বড় বড় শহর অথবা উচ্চমানের ডেন্টাল ক্লিনিকে কাজ করলে বেতন অনেক বেশি। নিচে বিস্তারিত দেখে নিন।প্রথম টেবিল গ্লাসডোর অনুযায়ী
অভিজ্ঞতার স্তর | মাসিক বেতন (গড়) | বার্ষিক বেতন (গড়) |
---|---|---|
এন্ট্রি-লেভেল (০-৫ বছর) | ১২,৫০০ - ১৪,১৬৭ ডলার | ১৫০,০০০ - ১৭০,০০০ ডলার |
মিড ক্যারিয়ার (৫-১০ বছর) | ১৪,৫৮৩ - ১৬,৬৬৭ ডলার | ১৭৫,০০০ - ২০০,০০০ ডলার |
অভিজ্ঞ (১০-২০ বছর) | ১৬,৬৬৭ - ২০,৮৩৩ ডলার | ২০০,০০০ - ২৫০,০০০ ডলার |
অত্যন্ত অভিজ্ঞ (২০+ বছর) | ২০,৮৩৩ টাকা বা তারও ডলার | ২৫০,০০০ ডলার বা তারও বেশি |
দ্বিতীয় টেবিল পাই সাইকেল অনুযায়ী
অভিজ্ঞতার স্তর | মাসিক বেতন (গড়) | বার্ষিক বেতন (গড়) |
---|---|---|
এন্ট্রি-লেভেল (০-৫ বছর) | ১২,০৮৩ - ১৩,৩৩৩ ডলার | ১৪৫,০০০ - ১৬০,০০০ ডলার |
মিড ক্যারিয়ার (৫-১০ বছর) | ১৪,১৬৭ - ১৫,৮৩৩ ডলার | ১৭০,০০০ - ১৯০,০০০ ডলার |
অভিজ্ঞ (১০-২০ বছর) | ১৬,৬৬৭ - ২০,০০০ ডলার | ২০০,০০০ - ২৪০,০০০ ডলার |
অত্যন্ত অভিজ্ঞ (২০+ বছর) | ২০,৮৩৩ ডলার বা তারও বেশি | ২৫০,০০০ ডলার বা তারও বেশি |
তৃতীয় টেবিল স্যালারি ডট কম অনুযায়ী
অভিজ্ঞতার স্তর | মাসিক বেতন (গড়) | বার্ষিক বেতন (গড়) |
---|---|---|
এন্ট্রি-লেভেল (০-৩ বছর) | ১২,৫০০ - ১৪,১৬৭ ডলার | ১৫০,০০০ - ১৭০,০০০ ডলার |
মিড-লেভেল (৪-১০ বছর) | ১৪,১৬৭ - ১৬,৬৬৭ ডলার | ১৭০,০০০ - ২০০,০০০ ডলার |
সিনিয়র (১০+ বছর) | ১৬,৬৬৭ - ২০,৮৩৩ ডলার | ২০০,০০০ - ২৫০,০০০ ডলার |
অত্যন্ত অভিজ্ঞ (২০+ বছর) | ২০,৮৩৩ ডলার বা তারও বেশি | ২৫০,০০০ ডলার বা তারও বেশি |
আমেরিকার শ্রমিকের বেতন কত
আমেরিকায় একজন শ্রমিকের বেতন নির্ভর করবে তার কাজের ধরন, দক্ষতা, অবস্থান এবং অভিজ্ঞতার ওপর। একজন শ্রমিক ঘন্টা প্রতি ১৫ থেকে ২০ ডলার এবং মাসিক গড়ে ২৫০০ থেকে ৪০০০ হাজার ডলার বা তারও বেশি। নির্মাণকর্মী, ট্রাক ড্রাইভার, ফ্যাক্টরি শ্রমিক এবং কৃষিকাজ ইত্যাদি কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন একটু ভিন্ন হয়। যে সমস্ত শ্রমিক দক্ষ যেমন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং প্লাম্বারদের আয় বছরে ৫০ হাজার ডলার থেকে শুরু করে ৮০ হাজার ডলার বা তারও বেশি। আমেরিকায় শ্রমিকদের বেতন সম্পর্কে নিচে ধারণা দেওয়া হলোযে সমস্ত বিষয় আপনাকে মনে রাখতে হবে
- বেতন গুলোর গড় কিন্তু অভিজ্ঞতা, অবস্থান এর উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে
- আমেরিকাতে বেতন রাজ্য অনুসারে পরিবর্তন হয়
অঞ্চল | বার্ষিক বেতন (ডলার) | মাসিক বেতন (ডলার) |
---|---|---|
হাওয়াই | ৫৬,৫৩৪ | ৪,৭১১.১৭ |
আলাস্কা | ৪৩,১৩৯ | ৩,৫৯৪.৯২ |
ভারমন্ট | ৪০,৬০২ | ৩,৩৮৩.৫০ |
কলোরাডো | ৪০,০৪৩ | ৩,৩৩৬.৯২ |
মিনেসোটা | ৩৯,৪৬৭ | ৩,২৮৮.৯২ |
মেইন | ৩৯,০০০ | ৩,২৫০.০০ |
নিউ হ্যাম্পশায়ার | ৩৮,০২৫ | ৩,১৬৮.৭৫ |
ওয়াইওমিং | ৩৭,৪৪০ | ৩,১২০.০০ |
মেরিল্যান্ড | ৩৭,৪৪০ | ৩,১২০.০০ |
ওয়াশিংটন | ৩৭,০৫০ | ৩,০৮৭.৫০ |
উইসকনসিন | ৩৭,০৪০ | ৩,০৮৬.৬৭ |
মন্টানা | ৩৬,৪০০ | ৩,০৩৩.৩৩ |
ওরেগন | ৩৬,১৭৩ | ৩,০১৪.৪২ |
নিউ জার্সি | ৩৬,০৭৫ | ৩,০০৬.২৫ |
নিউ ইয়র্ক | ৩৫,৮২৩ | ২,৯৮৫.২৫ |
রোড আইল্যান্ড | ৩৫,৭৫৫ | ২,৯৭৯.৫৮ |
কানেকটিকাট | ৩৫,১৩৯ | ২,৯২৮.২৫ |
আইডাহো | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
ম্যাসাচুসেটস | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
অ্যারিজোনা | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
মিসৌরি | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
ইন্ডিয়ানা | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
ক্যালিফোর্নিয়া | ৩৫,১০০ | ২,৯২৫.০০ |
নর্থ ডাকোটা | ৩৪,৯২৩ | ২,৯১০.২৫ |
সাউথ ডাকোটা | ৩৪,৬১১ | ২,৮৮৪.২৫ |
কানসাস | ৩৪,৫৭৪ | ২,৮৮১.১৭ |
নিউ মেক্সিকো | ৩৪,৪৮৬ | ২,৮৭৩.৮৩ |
কেন্টাকি | ৩৪,৪৮০ | ২,৮৭৩.৩৩ |
নেভাডা | ৩৪,৪০৩ | ২,৮৬৬.৯২ |
পেনসিলভানিয়া | ৩৪,৩০৯ | ২,৮৫৯.০৮ |
ভার্জিনিয়া | ৩৪,২০৩ | ২,৮৫০.২৫ |
ইউটা | ৩৪,১০১ | ২,৮৪১.৭৫ |
আইওয়া | ৩৪,০৯৫ | ২,৮৪১.২৫ |
ওহাইও | ৩৩,৬৯৪ | ২,৮০৭.৮৩ |
ইলিনয় | ৩৩,২৮০ | ২,৭৭৩.৩৩ |
টেনেসি | ৩৩,১৫০ | ২,৭৬২.৫০ |
নেব্রাস্কা | ৩২,৭৬০ | ২,৭৩০.০০ |
মিশিগান | ৩২,৭৩৭ | ২,৭২৮.০৮ |
আরকানসাস | ৩২,৭২১ | ২,৭২৬.৭৫ |
জর্জিয়া | ৩২,১৯৮ | ২,৬৮৩.১৭ |
ডেলাওয়ার | ৩২,১৭৫ | ২,৬৮১.২৫ |
ফ্লোরিডা | ২৯,৬৪৭ | ২,৪৭০.৫৮ |
টেক্সাস | ২৯,৫৯৬ | ২,৪৬৬.৩৩ |
মিসিসিপি | ২৯,২৫০ | ২,৪৩৭.৫০ |
ওকলাহোমা | ২৯,২৫০ | ২,৪৩৭.৫০ |
লুইজিয়ানা | ২৮,২৭৫ | ২,৩৫৬.২৫ |
আমেরিকায় প্রবাসীদের বেতন কত
বেতন সংক্রান্ত বিষয় সাধারণত নির্ভর করবে আপনার কাজের ধরন, অভিজ্ঞতা এবং ভিসার ধরনের উপর। এটি নতুন কোন কথা নয়। একজন সাধারন শ্রমিক যেমন রেস্টুরেন্ট কর্মী, নির্মাণ কর্মী এবং পরিছন্ন কর্মী ও ট্রাক ড্রাইভাররা ঘণ্টায় সাধারণত ১৫ থেকে ২০ ডলার আয় করতে পারেন। যা প্রতি মাসে হিসাব করলে দেখা যায় ২৫০০ থেকে ৪৫০০ ডলার বা তারও বেশি। অন্যদিকে যারা দক্ষ পেশাজীবী যেমন ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার এবং আইটি বিশেষজ্ঞ তাদের বেতন একটু বেশি। তাছাড়া আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা ওভারটাইম এবং সাইট বিজনেসের মাধ্যমে বেশি আয় করতে সক্ষম হয়।পেশা | গড় বার্ষিক বেতন (মার্কিন ডলার) | ওয়েবসাইটের তথ্যসূত্র |
---|---|---|
সফটওয়্যার ইঞ্জিনিয়ার | ১,১০,০০০ - ১,৫০,০০০ | Glassdoor, Indeed |
নার্স (রেজিস্টার্ড) | ৭০,০০০ - ৯০,০০০ | Bureau of Labor Statistics, Salary.com |
আর্থিক বিশ্লেষক | ৮০,০০০ - ১,১০,০০০ | Investopedia, Payscale |
প্রকল্প ব্যবস্থাপক | ৯৫,০০০ - ১,২৫,০০০ | Project Management Institute, LinkedIn |
শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) | ৬০,০০০ - ৮০,০০০ | National Education Association, US News & World Report |
ডেটা বিজ্ঞানী | ১,০০,০০০ - ১,৪০,০০০ | DataCamp, KDnuggets |
বিপণন ব্যবস্থাপক | ৯০,০০০ - ১,২০,০০০ | American Marketing Association, HubSpot |
মানব সম্পদ ব্যবস্থাপক | ৮৫,০০০ - ১,১০,০০০ | Society for Human Resource Management, HR Dive |
হিসাবরক্ষক | ৬৫,০০০ - ৮৫,০০০ | American Institute of CPAs, Accounting Today |
ওয়েব ডেভেলপার | ৭৫,০০০ - ১,০০,০০০ | Stack Overflow, W3Schools |
যে সমস্ত বিষয় আপনাকে মনে রাখতে হবে
- বেতন গুলোর গড় কিন্তু অভিজ্ঞতা, অবস্থান এর উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে
- এছাড়া উচ্চ চাহিদা সম্পন্ন যে সমস্ত পেশা রয়েছে যেমন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ইত্যাদি পেশাগুলোতে প্রবাসীরা ভালো বেতন পান
- আমেরিকাতে বেতন রাজ্য অনুসারে পরিবর্তন হয়
আমেরিকায় প্রবাসীদের জন্য অন্যান্য কাজের টেবিল
কাজের ধরন | গড় ঘণ্টাপ্রতি বেতন (মার্কিন ডলার) | গড় বার্ষিক বেতন (মার্কিন ডলার) | তথ্যসূত্র |
---|---|---|---|
ফ্যাক্টরি শ্রমিক | ১৫ - ২০ | ৩১,২০০ - ৪১,৬০০ | Glassdoor, Indeed |
নির্মাণ শ্রমিক | ১৭ - ২৫ | ৩৫,৩৬০ - ৫২,০০০ | Bureau of Labor Statistics, Salary.com |
কৃষি শ্রমিক | ১২ - ১৮ | ২৪,৯৬০ - ৩৭,৪৪০ | Payscale, National Agricultural Workers Survey |
রেস্টুরেন্ট কর্মী (ওয়েটার/ওয়েট্রেস) | ১০ - ১৫ (টিপস সহ) | ২০,৮০০ - ৩১,২০০ (টিপস সহ) | Indeed, Glassdoor |
পরিষ্কার কর্মী | ১২ - ১৬ | ২৪,৯৬০ - ৩৩,২৮০ | Salary.com, Payscale |
ল্যান্ডস্কেপিং কর্মী | ১৩ - ১৮ | ২৭,০৪০ - ৩৭,৪৪০ | Indeed, Glassdoor |
দিনমজুর | ১০ - ১৫ | ২০,৮০০ - ৩১,২০০ | বিভিন্ন স্থানীয় সূত্র |
ওয়্যারহাউস কর্মী | ১৫ - ২০ | ৩১,২০০ - ৪১,৬০০ | Glassdoor, Indeed |
ডেলিভারি ড্রাইভার | ১৫ - ২৫ | ৩১,২০০ - ৫২,০০০ | Indeed, Glassdoor |
গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখুন
- বেতন বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে
- কাজের অভিজ্ঞতা, দক্ষতা, কোম্পানির অফার এবং শহর অনুযায়ী
আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি
আমেরিকায় সাধারণত প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নির্মাণ খাতের চাকরিগুলো চাহিদা সম্পন্ন এবং বেতন বেশি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, সাইবার সিকিউরিটি বিশ্লেষক এবং ডেটা বিজ্ঞানীদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে। তাছাড়া ফার্মাসিস্টের মত স্বাস্থ্যসেবা পেশা গুলোর চাহিদা অনেক বেশি। এছাড়া বিক্রয় ব্যবস্থাপক, মার্কেটিং বিশেষজ্ঞ এবং গ্রাহক সেবায় দক্ষ লোকের চাহিদা অনেক বেশি। আপনাকে যেকোনো একটি বিষয় সম্পর্কে অভিজ্ঞ হবে। তাছাড়া ভবিষ্যতে এআই, রোবটিক্স, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কাজের চাহিদা আরো বাড়বে।পদবি (কাজের ধরন) | বার্ষিক বেতন (মার্কিন ডলার) | মাসিক বেতন (মার্কিন ডলার) | চাহিদা বৃদ্ধির হার |
---|---|---|---|
সফটওয়্যার ইঞ্জিনিয়ার | ১,০০,০০০ – ১,৫০,০০০ | ৮,৩৩৩ – ১২,৫০০ | বেশি |
নিবন্ধিত নার্স (RN) | ৭৫,০০০ – ১,২০,০০০ | ৬,২৫০ – ১০,০০০ | খুব বেশি |
প্রজেক্ট ম্যানেজার | ৮০,০০০ – ১,৩০,০০০ | ৬,৬৬৭ – ১০,৮৩৩ | স্থিতিশীল |
অ্যাকাউন্ট ম্যানেজার | ৭০,০০০ – ১,১০,০০০ | ৫,৮৩৩ – ৯,১৬৭ | বৃদ্ধি পাচ্ছে |
কাস্টমার সার্ভিস প্রতিনিধি | ৩৫,০০০ – ৫৫,০০০ | ২,৯১৭ – ৪,৫৮৩ | স্থিতিশীল |
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার | ৮৫,০০০ – ১,৪০,০০০ | ৭,০৮৩ – ১১,৬৬৭ | খুব বেশি |
বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার) | ৯০,০০০ – ১,৪০,০০০ | ৭,৫০০ – ১১,৬৬৭ | বৃদ্ধি পাচ্ছে |
সাইবার সিকিউরিটি বিশ্লেষক | ৯৫,০০০ – ১,৪০,০০০ | ৭,৯১৭ – ১১,৬৬৭ | অনেক বেশি |
ডাটা বিজ্ঞানী (ডাটা সায়েন্টিস্ট) | ১,১০,০০০ – ১,৬০,০০০ | ৯,১৬৭ – ১৩,৩৩৩ | উচ্চ চাহিদা |
কৃত্রিম বুদ্ধিমত্তা/মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার | ১,২০,০০০ – ১,৮০,০০০ | ১০,০০০ – ১৫,০০০ | দ্রুত বৃদ্ধি |
নির্মাণ ব্যবস্থাপক | ৮০,০০০ – ১,২০,০০০ | ৬,৬৬৭ – ১০,০০০ | বেশি |
স্বাস্থ্যসেবা প্রশাসক | ৯০,০০০ – ১,৩০,০০০ | ৭,৫০০ – ১০,৮৩৩ | বৃদ্ধি পাচ্ছে |
তথ্যসূত্রঃ LinkedIn, BLS, Glassdoor, Indeed, ZipRecruiter
আমেরিকায় অথবা যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার উপায়
আমেরিকায় আপনি যদি চাকরি পেতে চান তাহলে আপনার সঠিক ভিসা, দক্ষতা এবং নিয়োগ কর্তার অনুমোদন থাক অত্যন্ত জরুরী। প্রথমে H-1B, L-1 বা O-1 ভিসার জন্য যোগ্যতা নির্ধারণ করতে হয়। এটি নির্ভর করবে আপনার কাজের ধরন এবং অভিজ্ঞতার ওপর। চাকরি খোঁজার জন্য LinkedIn, Indeed, Glassdoor ও USAJOBS এর মত জনপ্রিয় ওয়েবসাইট গুলো অত্যন্ত কার্যকর। আপনি যদি কোন নির্ভরযোগ্য কোম্পানির কাছ থেকে ভিসা পান তাহলে চাকরি সুযোগ অনেক বেশি। নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।প্রথম ধাপ আপনি সঠিক ভিসা নির্ধারণ করুন
- আপনি যদি যুক্তরাষ্ট্রে কাজ করতে চান তাহলে আপনার নির্দিষ্ট ভিসা থাকতে হবে
- আপনি চার ধরনের ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাজ করতে পারবেন
ভিসার ধরন | উপযুক্ত পেশার ধরন | কার জন্য প্রযোজ্য |
---|---|---|
H-1B ভিসা | আইটি, ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, হেলথকেয়ার | উচ্চশিক্ষিত কর্মীদের জন্য আপনার Bachelor’s ডিগ্রি আবশ্যক থাকতে হবে |
L-1 ভিসা | আন্তর্জাতিক কোম্পানির কর্মীদের স্থানান্তর | যেসব কর্মী আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেন |
O-1 ভিসা | বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য | বিজ্ঞান, শিল্প, শিক্ষা, ব্যবসা, ক্রীড়া বা বিনোদন খাতের বিশেষজ্ঞদের জন্য |
EB-3 ভিসা (গ্রিন কার্ড) | দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য | স্থায়ীভাবে কাজ করার অনুমোদন পাওয়া যায় |
বিস্তারিত তথ্য পেতে হলে সার্চ দিনঃ USCIS - Work Visas
দ্বিতীয় ধাপ চাকরি খুঁজুন এবং আবেদন সংক্রান্ত
কিছু নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে দেখে নিন।
USAJOBS ওয়েবসাইট ---- কাজের ধরনঃ মার্কিন সরকারি চাকরি সংক্রান্ত
LinkedIn ওয়েবসাইট ---- কাজের ধরনঃ প্রফেশনাল জব এটি সাধারণত বেসরকারি
সেক্টর
Indeed ওয়েবসাইট -------কাজের ধরনঃ সকল ধরনের চাকরি
Glassdoor ওয়েবসাইট ----কাজের ধরনঃ কোম্পানির পর্যালোচনা ও চাকরি
ZipRecruiter ওয়েবসাইট--কাজের ধরনঃ এখানে মার্কিন নিয়োগকর্তাদের তালিকা দেখতে
পাবেন
চাকরির আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র
- মার্কিন স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি আপডেট রিজ্যুম লাগবে
- একটি ভাল কভার লেটার আপনার থাকতে হবে
- আপনি যে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন সে সম্পর্কে সংক্রান্ত দলিলপত্র
- নিয়োগ কর্মকর্তাদের কাছে স্পনসরশিপের জন্য অনুরোধ বিশেষ করে H-1B ভিসার জন্য
তৃতীয় ধাপ আমেরিকার নিয়োগকর্তাদের কাছ থেকে চাকরির অফার ও স্পনসরশিপ
- অনেক কোম্পানি অথবা প্রতিষ্ঠান বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য অনুমতি দিতে সাহায্য করে
- বিশেষ করে H-1B ভিসার জন্য কোম্পানিকে একজন শ্রমিকের জন্য আবেদন করতে হয়
- স্পনসরশিপ কোন কোম্পানিগুলো দিয়ে থাকে তার তালিকা পেয়ে যাবেন। গুগলে গিয়ে এটি সার্চ দিন H1B Visa Sponsors Database
চতুর্থ ধাপ শ্রম অনুমোদন ও ভিসার জন্য আবেদন করতে হবে
- একজন নিয়োগ কর্তাকে সবার প্রথমে শ্রম অনুমোদন/ Labor Certification পেতে হবে
- অনুমোদন পাওয়া হয়ে গেলে USCIS-এর মাধ্যমে H-1B অথবা সংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করতে হবে
- আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এটি DOL Foreign Labor Certification লিখে গুগলে সার্চ দিন
পঞ্চম ধাপ যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভিসা আবেদন ও সাক্ষাৎকার
- DS-160 ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেজন্য এখানে যেতে হবে US Department of State গুগলে গিয়ে সার্চ দিন চলে আসবে
- আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রায় ১৯০-২০৫ ডলার লাগতে পারে। তবে এটি নির্ভর করবে আপনার ভিসার উপর।
- আপনাকে মার্কিন দূতাবাসে সাক্ষাৎকার দিতে হবে
- আপনার ভিসা অনুমোদিত হয়ে গেলে আপনাকে পাসপোর্টে লাগিয়ে দেওয়া হবে
- যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে U.S. Visa Application এটি লিখে গুগলে সার্চ দিয়ে জেনে নিন
ষষ্ঠ ধাপ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ শুরু করা নিয়ে
- আপনার ভিসা যখন অনুমোদিত হয়ে যাবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবেন
- যুক্তরাষ্ট্র প্রবেশের পর আপনার Social Security Number (SSN) ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক
- USCIS এখানে নিবন্ধন করে আপনাকে আইনগত কাজের অনুমতি নিশ্চিত করতে হবে
- SSN এর জন্য আবেদন করতে Social Security Administration এটি লিখে গুগলে সার্চ দিন
অতিরিক্ত বিষয় যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ড পাওয়ার উপায়
- EB-3 -- Employment-Based Green Card--- যারা দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের জন্য
- EB-2 -- Advanced Degree Holders--- যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি তাদের জন্য
- EB-1 -- Extraordinary Ability -- যারা খুব দক্ষ এবং প্রতিভাবান আছেন তাদের জন্য
- Diversity Visa Lottery DV Lottery -- সাধারণত প্রতিবছর কিছু নির্দিষ্ট দেশ থেকে মানুষদেরকে গ্রীন কার্ড দেওয়া হয়
অতিরিক্ত বিষয় যুক্তরাষ্ট্রের চাকরি পেতে কিরকম সময় লাগে
- H-1B বা স্পন্সরশিপ ভিসার জন্য সাধারণত ৬-১২ মাস লাগতে পারে
- যদি আপনাকে সরাসরি কোন কোম্পানি চাকরি দেয় তাহলে কয়েক মাসের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে
কিছু গুরুত্বপূর্ণ সরকারি সূত্র এবং ওয়েবসাইট
- USCIS - Working in the U.S.
- DOL - Foreign Labor Certification
- State Department - Visa Information
- USAJOBS - U.S. Government Jobs
- U.S. Embassy in Bangladesh
আমার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস
- আপনাকে অবশ্যই ইন্টারভিউ এর জন্য ভালো প্রস্তুতি নিতে হবে। সাধারণত ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটু দেখুন
- আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন হতে পারে
- আপনি কেন যুক্তরাষ্ট্রের কাজ করতে চাচ্ছেন সেই সম্পর্কে
- কোম্পানি সম্পর্কে আপনার জ্ঞান কেমন
- আপনার Visa Sponsorship প্রয়োজন কি নাই এ সম্পর্কে
ভালো ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস
- আপনাকে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে
- আপনার সিভি এবং কভার লিটার নিয়ে আলোচনা করা জানতে হবে
- আপনি যে কোম্পানিতে জব করতে চাচ্ছেন তার তথ্য আগে থেকে জেনে নিন
- ব্যক্তিগত ব্র্যান্ডিং আপনাকে শক্তিশালী করতে হবে
ব্যক্তিগত মতামতঃ আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত
আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন কত? আশা করি বিষয়টি সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা লাভ করেছেন। আমেরিকায় ইঞ্জিনিয়ারদের বেতন প্রতিযোগিতামূলক এবং পেশার ধরন অনুযায়ী হয়ে থাকে সেজন্য আপনাকে অভিজ্ঞতা দক্ষতা এবং প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে। আমার মতে আপনি চেষ্টা করবেন এ আই, ডাটা সাইন্স এবং ক্লাউড কম্পিউটিং ইত্যাদি বিষয়গুলোতে।ভালো ক্যারিয়ার গড়তে চাইলে আপনার প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী। আমি চেষ্টা করি আপনাদের জন্য সত্য, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক তথ্য প্রদান করতে। একজন মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, সেজন্য আপনি কাজটি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং পরবর্তী কোনো আর্টিকেল আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আর্টিকেলটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।
সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url