উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় সফলতার গোপন কৌশল
উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় শুরু করতে চান? কৃষিভিত্তিক পণ্য, খাদ্য
প্রক্রিয়াকরণ, হ্যান্ডমেড প্রোডাক্ট এবং রিসাইক্লিং ব্যবসার মাধ্যমে খুব সহজে আয়
করুন। যারা বাজেটের সমস্যায় ভুগছেন এই ব্যবসাগুলি আপনার জন্য সেরা সমাধান হতে
পারে। আজকের আর্টিকেলে আপনি ধাপে ধাপে পরিকল্পনা এবং কম খরচে
কিভাবে ব্যবসা শুরু করবেন সে সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আজকের আর্টিকেলে অতিরিক্ত তথ্য হিসেবে নতুন ব্যবসার আইডিয়া এবং ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত জানতে এবং আরো তথ্য পেতে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায়
- উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় শুরু করুন আর সফল হন
- ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া শুরু করুন আজই
- নতুন ব্যবসার আইডিয়া বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ
- পাইকারি ব্যবসার আইডিয়া লাভবান হওয়ার উপায়
- ছোট ব্যবসার আইডিয়া শুরু করার সহজ উপায়
- ৪ লক্ষ টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
- ব্যক্তিগত মতামতঃ উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায়
উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় শুরু করুন আর সফল হন
উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় শুরু করে আপনি নিজের হাত দ্বারা এবং সীমিত
আকারে পণ্য তৈরি করার পর বাজারে বিক্রি করতে পারবেন। আপনি মাত্র ৫০০০ টাকায়
ব্যবসা শুরু করতে পারবেন এবং পরবর্তীতে এটি ধাপে ধাপে বড় করতে পারবেন।
আমাদের মধ্যে অনেকে মনে করেন ব্যবসা করতে হলে মনে হয় বড় মূলধনের প্রয়োজন
হয়। আমার মতে আপনার সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে অল্প টাকায় লাভজনক
ব্যবসা করা সম্ভব। চলুন, উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় কিভাবে
শুরু করবেন বিস্তারিত দেখে নিন।
হ্যান্ডমেড তৈরি এবং বিক্রিঃ
- সঠিক পণ্য নির্বাচনঃ প্রথমে আপনাকে পণ্য নির্বাচন করতে হবে। যেমন হতে পারে মোমবাতি, সাবান এবং হ্যান্ডমেড জুয়েলারি।
- কাঁচামাল সংগ্রহ করুনঃ মোমবাতির জন্য মোম, সুগন্ধি তেল এবং রং। সাবানের জন্য সুগন্ধি তেল, গ্লিসারিন এবং জুয়েলারির জন্য পাথর, সুতা ও ধাতব উপাদান সংগ্রহ করুন। খরচ আনুমানিক ২০০০-২৫০০ টাকা পড়তে পারে।
- পণ্য তৈরির ক্ষেত্রেঃ আপনি ইউটিউব অথবা ব্লগ থেকে কিভাবে পণ্য তৈরি করতে হয় সেই সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল দেখবেন। চেষ্টা করবেন পণ্যের মান নিয়ন্ত্রণে রাখার জন্য। যাতে আপনার গ্রাহকদের সন্তুষ্টি করা যায় এবং বাজারে আপনার একটি ভালো অবস্থান তৈরি হয়।
- প্যাকেজিং এবং বিক্রয়ঃ প্যাকেজিং আকর্ষণীয় করার চেষ্টা করবেন। খরচ প্রায় ৫০০ টাকা হতে পারে। আপনার যদি সোশ্যাল মিডিয়া যেমন ফেইসবুক, ইনস্টাগ্রাম থাকে তাহলে সেগুলোর মাধ্যমে অথবা স্থানীয় বাজারে পণ্য বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি গ্রাহকদের থেকে ফিডব্যাক নিয়ে পণ্যের মান উন্নত করার চেষ্টা করবেন।
কৃষিভিত্তিক পণ্য তৈরিঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ পণ্য নির্বাচনের ক্ষেত্রে আপনার এলাকার চাহিদা অনুযায়ী নির্বাচন করুন। যেমন হতে পারে অর্গানিক সবজি, মসলা হাঁস অথবা মুরগির ডিম।
- জমি প্রস্তুত এবং চারা সংগ্রহঃ আপনার বাড়ির আঙিনায়, ছাদে অথবা ছোট পরিসরে বাগান তৈরি করুন। যদি আপনার এলাকায় স্থানীয় নার্সিং থেকে থাকে তাহলে সেখান থেকে উচ্চমানের বীজ বা চারা সংগ্রহ করুন। খরচ আনুমানিক ১০০০ টাকা হতে পারে। নিয়মিত পানি, কীটনাশক এবং সার ব্যবহার করবেন। স্থানীয় বাজারে বা অনলাইনে আপনি পণ্য বিক্রি করতে পারবেন, অথবা গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
খাদ্য উৎপাদন প্রক্রিয়াঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ আপনার স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী পণ্যটি নির্বাচন করতে হবে। হতে পারে আচার, চিপস বা জ্যাম।
- কাঁচামাল সংগ্রহ প্রক্রিয়াঃ আচারের জন্য কাঁচা আম, মরিচ এবং মসলা। চিপসের জন্য আলু, তেল ও মসলা এবং জ্যামের জন্য ফল, চিনি এবং জেলোটিন। খরচ আনুমানিক ১৫০০-২০০০ টাকা পড়তে পারে। পণ্য তৈরীর ক্ষেত্রে চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে করার এবং পণ্যের মান নিয়ন্ত্রণে রাখুন।
- প্যাকেজিং এবং বিক্রয়ঃ পূর্বের মতো আবারও বলতেছি প্যাকেজিং সব সময় আকর্ষণীয় এবং নিরাপদ করার চেষ্টা করবেন। খরচ প্রায় 500 টাকা পড়তে পারে। পণ্যগুলি বিক্রয়ের ক্ষেত্রে স্থানীয় বাজার অথবা অনলাইন নির্বাচন করতে করুন।
ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বিক্রি করুনঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ প্রথমে আপনি স্থানীয় বাজারে চাহিদা সম্পন্ন এবং সহজলভ্য পণ্য নির্বাচন করবেন। যেমন হ্যান্ডমেট প্রোডাক্ট, কসমেটিক্স বা ফ্যাশন আইটেম।
- পণ্য সংগ্রহ এবং অনলাইন স্টোর তৈরিঃ স্থানীয় কাঁচামাল বা পরিষেবা সরবরাহকারী থেকে পণ্য কিনুন। খরচ প্রায় ২০০০ টাকা মতো পড়তে পারে। আপনার পণ্যটি বিক্রির জন্য ফেসবুক পেজ অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। তাছাড়া Daraz বা Etsy এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মে একাউন্ট খুলুন।
- মার্কেটিং এবং বিক্রয়ঃ সোশ্যাল মিডিয়ায় আপনার পণ্যের ছবি ও ভিডিও শেয়ার করুন এবং অফার ও ডিসকাউন্ট দিয়ে গ্রাহক আকর্ষণ করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা অনলাইনে অর্ডার নিন এবং পণ্য ডেলিভারি করুন।
রিসাইক্লিং ও পুনঃব্যবহারঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ আপনার বাড়ি থেকে অথবা স্থানীয় বাজারে প্লাস্টিক, কাগজ এবং ধাতববর্জ্য সংগ্রহ করুন। তারপরে আপনার কাজ হল বর্জ্য পরিষ্কার করে আলাদা করা এবং স্থানীয় রিসাইক্লিং সেন্টারে বিক্রি করা।
- বিক্রয়ঃ আপনার এলাকায় যদি স্থানীয় রিসাইক্লিং কোম্পানি থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করুন। বর্জ্য বিক্রি করে আপনি একটি ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন।
ই-কমার্স অথবা ডিজিটাল প্রোডাক্ট বিক্রিঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ পণ্য তৈরির ক্ষেত্রে ই-বুক অথবা ডিজিটাল আর্ট তৈরি করুন। খরচ আনুমানিক ১০০০ টাকা পড়তে পারে।
- মার্কেটিং এবং অনলাইন স্টোর তৈরিঃ Gumroad বা Etsy এর মত জনপ্রিয় প্লাটফর্মে অ্যাকাউন্ট খুলুন। আপনার টার্গেট অডিয়েন্স কে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় পণ্যের প্রচার করুন।
- বিক্রয়ঃ আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে অর্ডার নিন এবং প্রোডাক্ট ডেলিভারি করুন।
সূত্রঃ Neil Patel - How to Sell Digital Products
টি শার্ট প্রিন্টিং ব্যবসাঃ
- সঠিক পণ্যনির্বাচনঃ কম দামে পাইকারি বাজার থেকে সাধারণ কটন বা পলেস্টার টি শার্ট কিনুন। আপনি মেশিন কিনতে না চাইলে হ্যান্ড মেড স্টিকার বা ট্রান্সফার পেপার ব্যবহার করতে পারেন। রং ও ডিজাইন মেটেরিয়াল হিসেবে ভিনাইল বা হ্যান্ডপেইন্ট, সিল্ক স্ক্রিন অথবা DTF ব্যবহার করুন।
- ডিজাইন তৈরি করুনঃ বর্তমানে আপনি ফ্রিতে ডিজাইন করতে পারবেন এমন সফটওয়্যার গুলি হলো Canva, Photopea এবং Adobe Express ইত্যাদি। তাছাড়া আপনি ফাইবার অথবা আপওয়ার্ক থেকে সস্তায় ডিজাইন কিনতে পারবেন।
- টি-শার্ট প্রিন্টিংঃ আপনার কাছে যদি হিট প্রেস মেশিন থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারবেন। যদি স্টেনসিল বা ফ্যাব্রিক পেইন্ট থাকে তাহলে সেটি ব্যবহার করুন। এছাড়া Vinyl Printing বা Screen Printing পদ্ধতিও ব্যবহার করা যায়।
- মার্কেটিং, বিক্রয় এবং গ্রাহকের অর্ডারঃ সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনি পেজ খুলে আপনার প্রোডাক্ট মার্কেটিং করুন। Daraz, Bikroy, PriyoShop এ আপনার পণ্যটি তালিকা যুক্ত করুন এবং লোকাল স্কুল-কলেজ ও ইভেন্ট অর্গানাইজারদের সঙ্গে যোগাযোগ করুন। গ্রাহকের অর্ডার আসলে আপনার পণ্যটি ডেলিভারি করে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ, নগদ এবং রকেট ইত্যাদি ব্যবহার করতে পারেন। আপনি যদি চান ডেলিভারি আরো দ্রুত করবেন সে ক্ষেত্রে Pathao, RedX, Paperfly ইত্যাদি প্লাটফর্ম গুলো ব্যবহার করতে পারেন।
১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া শুরু করুন আজই
হ্যাঁ আপনি ঠিক দেখেছেন, মাত্র ১০ হাজার টাকায় আজ আমি আপনাদেরকে ২৫ টি
ব্যবসার আইডি দিব। আপনি যদি এরকম কিছু ভেবে থাকেন ব্যবসা শুরু করতে লাখ
টাকা দরকার তাহলে আমি আপনাদেরকে বলতেছি মাত্র ১০ হাজার টাকায় আপনি এমন ব্যবসা
শুরু করতে পারবেন যা পরবর্তীতে ধাপে ধাপে বড় করা সম্ভব। আপনারা যাদেরকে বড়
বড় উদ্যোক্তা হিসেবে চিনে থাকেন তারা কিন্তু ছোট থেকেই শুরু করেছিল। চলুন
এক নজরে ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া দেখে নেওয়া যাক।
ব্যবসার নাম ও টাকার পরিমান | প্রয়োজনীয় কিছু উপাদান |
---|---|
মোবাইল সার্ভিসিং / ফোন রিপেয়ার ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
স্ক্রু ড্রাইভার, মাল্টিমিটার, রিপেয়ারিং কিট |
মিনি বুটিক ব্যবসা ৯০০০-১০০০০ টাকা লাগতে পারে |
কাপড়, সেলাই মেশিন, ডিজাইন উপকরণ |
মিনি ফটোকপি / প্রিন্টিং ব্যবসা ৯০০০-১০০০০ টাকা লাগতে পারে |
সেকেন্ড-হ্যান্ড প্রিন্টার, পেপার, কালি |
হাতে তৈরি গয়না ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে |
কাঠ, পুঁতি, সুতা, আঠা |
চকোলেট ও ক্যান্ডি তৈরি ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
কোকো পাউডার, চিনি, দুধ, ছাঁচ |
নারকেলের ছোবড়া দিয়ে দড়ি বা ম্যাট তৈরি ৭০০০-১০০০০ টাকা লাগতে পারে |
নারকেলের ছোবড়া, কাটার টুলস |
হোমমেড মশলা প্যাকেটিং ৬০০০-৯০০০ টাকা লাগতে পারে |
হলুদ, মরিচ, ধনিয়া, প্যাকেট |
অর্গানিক হেয়ার অয়েল তৈরি ৭০০০-৯৫০০ টাকা লাগতে পারে |
নারকেল তেল, আমলকি, মেথি, বোতল |
শৌখিন প্ল্যান্ট পট তৈরি ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
সিমেন্ট, বালি, রং, ছাঁচ |
হাতে তৈরি কাগজ ও নোটবুক ৬০০০-৯৫০০ টাকা লাগতে পারে |
পুরাতন কাগজ, আঠা, রং |
মোবাইল ফোন কেস কাস্টমাইজেশন ৭০০০-১০০০০ টাকা লাগতে পারে |
প্লাস্টিক কভার, প্রিন্টিং স্টিকার |
কাস্টমাইজড গিফট আইটেম তৈরি ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
মগ, ফটো ফ্রেম, প্রিন্টিং মেশিন |
হোমমেড পিকল (আচার) বিক্রি ৫০০০-৮০০০ টাকা লাগতে পারে |
ফল, মসলা, তেল, বোতল |
কফি বা চায়ের স্টল ১০০০০ টাকা লাগতে পারে |
কাপ, ফ্লাস্ক, চা-পাতা |
স্থানীয় খাদ্য প্যাকেটিং (বিস্কুট, পিঠা) ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
আটা, চিনি, প্যাকেট |
বেবি কেয়ার প্রোডাক্ট তৈরি ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
তুলা, সুতা, বোতল, ক্রিম |
গৃহস্থালির ডিটারজেন্ট বা ক্লিনিং প্রোডাক্ট ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
সোডা, সুগন্ধি, বোতল |
প্রিন্ট-অন-ডিমান্ড (টি-শার্ট, ব্যাগ) ১০০০০ টাকা লাগতে পারে |
কাপড়, প্রিন্টিং মেশিন |
মৃৎশিল্প বা মাটির জিনিসপত্র তৈরি ৭০০০-১০০০০ টাকা লাগতে পারে |
কাদা, ছাঁচ, রং |
পেঁপে বা আমের গুঁড়ো তৈরি ও বিক্রি ৬০০০-১০০০০ টাকা লাগতে পারে |
পেঁপে, আম, শুকানোর যন্ত্র |
অর্গানিক ফার্মিং ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
বীজ, সার, পাত্র, জৈব সার |
ফুলের ব্যবসা ৭০০০-১০০০০ টাকা লাগতে পারে |
ফুল, তোড়া, ডেকোরেশন উপকরণ |
ছোট মুদি দোকান ১০০০০ টাকা লাগতে পারে |
চাল, ডাল, তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্য |
ফাস্টফুড বা হটডগ স্টল ৮০০০-১০০০০ টাকা লাগতে পারে |
রুটি, সসেজ, কেচাপ, স্টল |
ট্র্যাভেল এজেন্সি বা ট্যুর গাইড সার্ভিস ৯০০০-১০০০০ টাকা লাগতে পারে |
মোবাইল, ইন্টারনেট, প্রচার সামগ্রী |
বিশ্বস্ত তথ্যসূত্রঃ
- Entrepreneur.com, Prothom ALo
- Small Business Trends, The Daily Star
- The Balance Small Business
- Forbes, BBC Business
- Business Insider, NY Times
- Entrepreneur, Prothom Alo
নতুন ব্যবসার আইডিয়া বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ
বর্তমানে আপনি সঠিক আইডিয়া এবং কঠোর পরিশ্রম দিয়ে মাত্র কিছু টাকায় একটি
ব্যবসা শুরু করা সম্ভব। বর্তমানে আপনি বাংলাদেশের মতো একটি দেশে যে বিষয়টি
দেখতে পাবেন তা হল কম বিনিয়োগে লাভজনক ব্যবসা যা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
আপনি সফল হতে পারবেন যদি আপনার পরিকল্পনা সঠিক হয়। এই লেখায় আপনি পেয়ে যাবেন
নতুন ব্যবসার আইডিয়া। নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে নিচে টেবিল আকারে
ধারণা দেওয়া হলো।
ব্যবসার নাম ও টাকার পরিমান | প্রয়োজনীয় উপকরণ কি |
---|---|
ট্র্যাভেল এজেন্সি ও ট্যুর প্ল্যানার ৭০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লাগতে পারে |
ওয়েবসাইট, ট্যুর গাইড |
স্মার্ট অ্যাগ্রিকালচার ৩০ হাজার থেকে ১ লাখ টাকা লাগতে পারে |
কৃষি অ্যাপ, ড্রোন, স্মার্ট সেন্সর, সার ব্যবস্থাপনা সফটওয়্যার |
ইকো-ফ্রেন্ডলি প্যাকেজিং ব্যবসা ৫০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
পাট, কাগজ, বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সামগ্রী |
স্মার্ট হোম অটোমেশন ব্যবসা ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লাগতে পারে |
স্মার্ট লাইট, লক, ক্যামেরা, IoT ডিভাইস |
লোকাল ব্র্যান্ডেড কসমেটিকস তৈরি ২০ হাজার থেকে ১ লাখ টাকা লাগতে পারে |
হারবাল লোশন, সাবান, ফেসওয়াশ, প্রোডাকশন উপকরণ |
ই-লার্নিং প্ল্যাটফর্ম বা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ৫০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
ওয়েবসাইট/অ্যাপ, ভিডিও কোর্স, সার্টিফিকেট সিস্টেম |
ক্লাউড কিচেন বা ভার্চুয়াল রেস্টুরেন্ট ৩০ হাজার থেকে ১ লাখ টাকা লাগতে পারে |
হোম কিচেন, ফুড ডেলিভারি পার্টনারশিপ (ফুডপান্ডা, উবার ইটস) |
ট্র্যাভেল ব্লগিং ও লোকাল ট্যুরিজম গাইডিং ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা লাগতে পারে |
ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেল |
স্মার্ট ফার্মিং ও ভার্টিক্যাল ফার্মিং ৪০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
হাইড্রোপনিক্স সিস্টেম, আধুনিক কৃষি সরঞ্জাম |
রিসাইকেলড ফ্যাশন এবং পুরাতন পোশাক বিক্রয় ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা লাগতে পারে |
পুরাতন ব্র্যান্ডেড পোশাক, রিসাইক্লিং মেশিন |
স্মার্ট পোষা প্রাণী (Pet Care) ব্যবসা ৫০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
পোষা প্রাণীর খাবার, গ্রুমিং কিট, চিকিৎসা সেবা |
ফ্রিল্যান্সিং এজেন্সি ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা লাগতে পারে |
ল্যাপটপ, ইন্টারনেট, দক্ষ জনবল |
অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ৪০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
ভিডিও রেকর্ডিং সেটআপ, ওয়েবসাইট |
হ্যান্ডমেড প্রোডাক্টস বিজনেস ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা লাগতে পারে |
কাঁচামাল, ডিজাইন সফটওয়্যার |
স্টার্টআপ ইনকিউবেটর ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা লাগতে পারে |
অফিস স্পেস, মেন্টরশিপ নেটওয়ার্ক |
মোবাইল রিপেয়ার ও এক্সেসরিজ শপ ৩০ হাজার থেকে ১ লাখ টাকা লাগতে পারে |
মোবাইল সার্ভিসিং টুলস, এক্সেসরিজ |
অনলাইন ফার্নিচার বিজনেস ৮০ হাজার থেকে ৩ লাখ টাকা লাগতে পারে |
কাঠ, লোহা, ডিজাইন সফটওয়্যার |
শেয়ারড অফিস স্পেস ৫০ হাজার থেকে ২ লাখ টাকা লাগতে পারে |
স্পেস, ইন্টারনেট, আসবাবপত্র |
তথ্যসূত্রঃ
- Entrepreneur.com
- Forbes.com
- Small Business Trends
- The Balance Small Business
- Prothom Alo
- The daily Star
- Somoy Tv
- Daraz
- Pathao
- Foodpanda
- Facebook Marketplace
পাইকারি ব্যবসার আইডিয়া লাভবান হওয়ার উপায়
পাইকারি ব্যবসা আপনাকে শুধু সফলই করবে না বরং সঠিক পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ
নিলে বাজারে আপনার একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। আপনাকে এমন কিছু আইডিয়া
অবলম্বন করতে হবে যা বাজারের প্রতিযোগিতাকে ছাড়িয়ে যাবে। তাছাড়া আপনাকে
বিভিন্নভাবে প্যাকেজিং ও প্রমোট করার মাধ্যমে আপনার ব্যবসাকে আকর্ষণীয় করে
তুলতে হবে। আসুন, পাইকারি ব্যবসায় লাভবান হওয়ার কিছু উপায় দেখে
নেওয়া যাক।
ব্যবসার নাম | বিনিয়োগ | এটি কেন লাভজনক |
---|---|---|
পোশাকের পাইকারি ব্যবসা | ৫০০০-১০০০০০ টাকা | বাংলাদেশে পোশাকের চাহিদা অনেক বেশি হতে পারে |
ফল ও শাকসবজির পাইকারি ব্যবসা | ৫০০০-১৫০০০০ টাকা হতে পারে | আপনি সোজা বাজার থেকে পাইকারি দামে শাকসবজি ও ফল কিনে সেগুলো গ্রামীণ অঞ্চলে লাভজনকভাবে বিক্রি করতে পারবেন |
ইলেকট্রনিক পাইকারি ব্যবসা | ১০০০০-২০০০০ টাকা লাগতে পারে | মোবাইল ফোন, গ্যাজেট, এবং চার্জার পাইকারি দামে কিনে অনলাইন মার্কেটে অথবা শহরের মার্কেটে বিক্রি করতে পারবেন |
প্লাস্টিক ও প্যাকেজিং সামগ্রী পাইকারি | ৭০০০০-১৫০০০০ টাকা লাগতে পারে | বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী পাইকারি বিক্রি করার ব্যবসা |
ফার্মাসিউটিক্যাল পাইকারি | ৮০০০-১৫০০০০ টাকা লাগতে পারে | সঠিক জায়গায় মেডিকেল পণ্য ও ঔষধের পাইকারি খুবই লাভজনক হতে পারে |
বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী পাইকারি | ৫০০০-১০০০০০ টাকা লাগতে পারে | কিচেন গেজেট এবং গৃহস্থলী পণ্য আপনি পাইকারি করে বিক্রি করতে পারবেন |
বই অথবা স্টেশনারি পাইকারি ব্যবসা | ৫০০০-১০০০০০ টাকা লাগতে পারে | স্কুল অথবা অফিসের জন্য বই ও স্টেশনারি সামগ্রী পাইকারি বিক্রি করা |
পাইকারি মুদি দোকান | ৫০,০০০-১০০,০০০ টাকা লাগতে পারে | যেহেতু মুদি পণ্যের চাহিদা সবসময় থাকায় পাইকারি দামে বিক্রি করলে লাভের পরিমাণ বেশি হয় |
পাইকারি খেলনা বিক্রি | ৫০,০০০-১,০০,০০০ টাকা লাগতে পারে | শিক্ষার্থীদের চাহিদা এগুলোর প্রতি সবসময় বেশি থাকে |
পাইকারি ফুটওয়ার বিক্রি | ৫০,০০০-১,৫০,০০০ টাকা লাগতে পারে | শহর অঞ্চলে আপনি দেখবেন ফুটওয়ারের চাহিদা সব সময় থাকে |
তথ্যসূত্রঃ
- Forbes
- Entrepreneur
- Small Business Trends
- Shopify Blog
- The Daily Star
- Prothom Alo
ছোট ব্যবসার আইডিয়া শুরু করার সহজ উপায়
প্রথমেই বলে রাখি ছোট ব্যবসা শুরু করতে গেলে আপনার লাখ টাকা থাকতে হবে বিষয়টি
কিন্তু এরকম নয়। আপনার সৃজনশীলতা এবং সঠিক পদক্ষেপ থাকলে বড় ব্যবসা গড়ে তোলা
সম্ভব। আপনার যদি এরকম ধারণা থাকে যে, মার্কেটের বড় প্ল্যান্ট অথবা
কোম্পানি থেকে ব্যবসা শুরু করতে হবে তাহলে আমি বলব আপনি ভুল ভাবছেন। কারণ ছোট
থেকে শুরু করা যায় এমন অনেক ধরনের ব্যবসা রয়েছে। এই ব্যবসা গুলো খরচ কম
কিন্তু বিশাল বাজার দখল করা যায়। ছোট ব্যবসার আইডিয়া বাংলাদেশ নতুন
উদ্যোক্তাদের জন্য গাইড।
ব্যবসার নাম | বিনিয়োগ | এটি কেন লাভজনক |
---|---|---|
অনলাইন হেলথ কোচিং সেবা | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | বর্তমান বাংলাদেশে ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। অনলাইন কোচিং এবং পুষ্টির পরামর্শ প্রদান করে ভালো আয় করা সম্ভব। |
পেট কেয়ার ও গ্রুমিং সেবা | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | মানুষের পোষা প্রাণীদের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে। এর জন্য যত্ন ও গ্রুমিং সেবা আগের চেয়ে অনেক বেশি চাহিদা পাচ্ছে। |
হোমমেড বেকারি | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | গ্রাম বা ছোট শহরে বেকারি তৈরি করে অনলাইনে বা স্থানীয়ভাবে বিক্রি করা যায়। |
স্মার্টফোন এক্সেসরিজ সাপ্লাই | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | বাংলাদেশে স্মার্টফোনের ব্যাপক ব্যবহার এবং এক্সেসরিজের চাহিদা অনেক বেশি। |
সেলফি স্টুডিও | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | অনলাইন প্ল্যাটফর্ম বা সামাজিক মিডিয়ার মাধ্যমে সেলফি তোলার চাহিদা প্রচুর। সেজন্য সেলফি স্টুডিও খোলার জন্য কম বিনিয়োগে ব্যবসা করা সম্ভব। |
পপ-আপ স্টোর | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | বিভিন্ন ধরনের ইভেন্ট বা মেলাতে পপ-আপ স্টোর খোলার মাধ্যমে পণ্য বিক্রি করা যায়। |
অনলাইন টিউটরিং সেবা | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | শিক্ষা খাতে টিউটরিং সেবার চাহিদা বাড়ছে। উন্নত প্রযুক্তির কারণে অফলাইন শিক্ষা সেশন এখন অনলাইনে রূপান্তরিত হওয়ায় এটি জনপ্রিয় হচ্ছে। |
পণ্য রিসেলিং বা রিটার্ন প্রোডাক্ট | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | বিভিন্ন অফার বা প্রমোশনের মাধ্যমে পণ্য কিনে অনলাইনে বিক্রি করা লাভজনক। |
মাইক্রো-গ্রিন উৎপাদন | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | কাউকে যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে চান, তাহলে মাইক্রো-গ্রিন উৎপাদন একটি দারুণ মাধ্যম। এটি আপনি উচ্চমূল্যে স্থানীয় রেস্টুরেন্ট বা সুপারশপে বিক্রি করতে পারবেন। |
হারবাল চা ও পানীয় তৈরি | ৫০০০-১০০০০ টাকা লাগতে পারে | বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে হারবাল চা ও পানীয় এর চাহিদা বাড়ছে। |
তথ্যসূত্রঃ
- Forbes
- Entrepreneur
- Small Business Trends
- Shopify Blog
- The Daily Star
- Prothom Alo
৪ লক্ষ টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
আপনি যদি চার লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে চিন্তার কোন কারণ নেই।
কারণ বর্তমানে এই টাকা দিয়ে লাভজনক ব্যবসা করা সম্ভব। বর্তমানে আপনি এমন অনেক
ধরনের ব্যবসা পেয়ে যাবেন যেখানে কম বিনিয়োগে ভালো লাভ করা যায়। আপনি যদি
বিশ্বস্ত এবং সহজ ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন তাহলে এখানে অনেক উপায় আছে যেমন
ই-বুক কমার্স, সোলার প্যানেল, সেবা অথবা ডেইলি ফার্মিং ইত্যাদি। চলুন, ৪
লক্ষ টাকা দিয়ে এমন কিছু ব্যতিক্রমী এবং আকর্ষণীয় আইডিয়া দেখে নেওয়া
যাক।
ব্যবসার নাম | টাকার পরিমাণ | প্রয়োজনীয় উপকরণ |
---|---|---|
অনলাইন স্টোর (ই-কমার্স) | চার লক্ষ টাকা হতে পারে | ওয়েবসাইট, পেমেন্ট গেটওয়ে, ইন্টারনেট সংযোগ |
রেস্টুরেন্ট বা ফুড স্টল | চার লক্ষ টাকা হতে পারে | রান্নার যন্ত্রপাতি, স্থান, কাঁচামাল |
অর্গানিক ফার্মিং | চার লক্ষ টাকা হতে পারে | বীজ, জৈব সার, বাগান পরিকল্পনা, খামার |
ট্রাভেল এজেন্সি এবং ট্যুর গাইড | চার লক্ষ টাকা হতে পারে | অফিস স্থান, ট্র্যাভেল প্যাকেজ, যানবাহন |
বেটার আইটি সেবা (ক্লাউড সলিউশন) | চার লক্ষ টাকা হতে পারে | ল্যাপটপ, সফটওয়্যার, ক্লাউড সেবা, ইন্টারনেট |
রিয়েল এস্টেট ব্যবসা (কমানো বাড়ির ভাড়া) | চার লক্ষ টাকা হতে পারে | প্রপার্টি, রক্ষণাবেক্ষণের উপকরণ, লিগ্যাল ডকুমেন্ট |
গৃহস্থালী পণ্য উৎপাদন | চার লক্ষ টাকা হতে পারে | কিচেন আইটেম, প্লাস্টিক উপকরণ, উৎপাদন যন্ত্রপাতি |
মিনি ডেইরি ফার্ম | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | ২-৩টি গাভী, দুধ সংগ্রহ ও সংরক্ষণের সরঞ্জাম, ফিড |
ই-কমার্স স্টোর (নিশ স্টোর) | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | ওয়েবসাইট/অ্যাপ, পণ্য সংগ্রহ, ডেলিভারি পার্টনারশিপ |
সোলার প্যানেল বিক্রি ও ইনস্টলেশন সার্ভিস | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | সোলার প্যানেল, ইনস্টলেশন সরঞ্জাম, টেকনিশিয়ান |
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | ল্যাপটপ, সফটওয়্যার, দক্ষ ডেভেলপার |
অর্গানিক ফুড স্টোর | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | অর্গানিক পণ্য সংগ্রহ, স্টোর সেটআপ, প্যাকেজিং |
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | ইভেন্ট প্ল্যানিং সরঞ্জাম, মার্কেটিং টিম |
হোম ডেকোরেশন ও ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | ডিজাইন সরঞ্জাম, কার্পেন্টার, পেইন্টার |
হেলথ কেয়ার প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন | ৩-৪ লক্ষ টাকা হতে পারে | স্বাস্থ্য পণ্য সংগ্রহ, ডেলিভারি ব্যবস্থা |
তথ্যসূত্রঃ
- The Daily Star - Dairy Farming in Bangladesh
- Forbes - Niche E-commerce Business Ideas
- Entrepreneur - Solar Business Ideas
- Inc. - Mobile App Development Business
- Prothom Alo - Organic Food Business in Bangladesh
- Entrepreneur - Event Management Business
- Forbes - Home Decor Business Ideas
- The Daily Star - Healthcare Business in Bangladesh
ব্যক্তিগত মতামতঃ উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায়
উৎপাদনমুখী ব্যবসা ৫০০০ টাকায় শুরু করা সম্ভব কারণ এটি একটি চমৎকার
উদ্যোগ হতে পারে। সৃজনশীলতা এবং কম বিনিয়োগে ভালো উদ্যোগ নেওয়ার মানসিকতা
আপনার মধ্যে যদি থেকে থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য
উপযুক্ত। মোমবাতি, আচার এবং হ্যান্ড মেড সাবান ইত্যাদি তৈরি করে ছোট
পরিসরে কাজ শুরু করুন, কারণ এ ধরনের কাঁচামালের খরচ কম এবং স্থানীয় বাজারে
চাহিদা বেশি থাকে। আমার মতে উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে সঠিক পরিকল্পনা এবং ধৈর্য দরকার যা আপনার এই ছোট বিনিয়োগকে এক
সময় বড় সাফল্যে পরিণত করবে।
সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url