কাতারে শ্রমিকের বেতন কত আছে লক্ষাধিক আয়ের সুযোগ

কাতারে শ্রমিকের বেতন কত? এটি গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা কাতারে কাজ করতে ইচ্ছুক। কাতারে শ্রমিকের মাসিক গড় আয় ৫২৬৫ থেকে ১৭৮৯০ রিয়াল হতে পারে। কাতার একটি উন্নয়নশীল দেশ হওয়ার কারণে নির্মাণ এবং অবকাঠামো শিল্পে শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে।

কাতারে-শ্রমিকের-বেতন-কত
তাছাড়া কাতারে একজন শ্রমিকের বেতন কত হবে তা নির্ভর করবে তার অভিজ্ঞতা, দক্ষতা এবং কাজের ধরণ অনুযায়ী। তাছাড়া শ্রমিকদের জন্য আবাসন এবং খাবারের সুবিধা ও দেওয়া হয়। আজকের আর্টিকেলে কাতার কোম্পানি ভিসা বেতন কত এবং কাতারে শ্রমিকের বেতনের পাশাপাশি অন্যান্য পেশার বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পোস্ট সূচিপত্রঃ কাতারে শ্রমিকের বেতন কত

কাতারে শ্রমিকের বেতন কত এবং অভিজ্ঞতা অনুযায়ী আয়ের পার্থক্য

কাতারে শ্রমিকের বেতন কত? এটি জানার আগে কাতার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা থাকা দরকার। আমরা জানি, কাতার একটি মধ্যপ্রাচ্যের ধনী দেশ। কাতার প্রাকৃতিক গ্যাস এবং তেল সম্পদের জন্য বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাতার ছোট দেশ হলেও বিদেশি শ্রমিকদের জন্য ব্যবসা ও উন্নয়নমূলক প্রকল্পে চাহিদা দিন দিন বাড়ছে। কাতারের শ্রমিকদের অভিজ্ঞতা অনুযায়ী বেতনের তালিকা এক নজরে দেখে নিন।

পেশার নাম মাসিক আয় QAR বার্ষিক আয় QAR
নির্মাণ শ্রমিক অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা ছাড়া ১৫০০-২০০০ ১৮০০-২৬৪০
ক্লিনিং স্টাফ অভিজ্ঞতাঃ অভিজ্ঞতা ছাড়া ১২০০-১৮০০ ১৪৪০০-২১৬০০
ড্রাইভার অভিজ্ঞতাঃ ১-৩ বছর অভিজ্ঞতা ২২০০-৩৩০০ ২৬৪০০-৩৯৬০০
সিকিউরিটি গার্ড অভিজ্ঞতাঃ ১-৩ বছর অভিজ্ঞতা ১৮০০-৩০০০ ২১৬০০-৩৬০০০
হোটেল স্টাফ অভিজ্ঞতাঃ ১-৩ বছর অভিজ্ঞতা ২৫০০-৩৭০০ ৩০০০০-৪৪৪০০
ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতাঃ ৩-৫ বছর অভিজ্ঞতা ৩৭০০-৫৫০০ ৪৪৪০০-৬৬০০০
প্লাম্বার অভিজ্ঞতাঃ ৩-৫ বছর অভিজ্ঞতা ৩৭০০-৫৫০০ ৪৪৪০০-৬৬০০০
নার্স অভিজ্ঞতাঃ ৩-৫ বছর অভিজ্ঞতা ৪৫০০-৬৫০০ ৫৪০০০-৭৮০০০
ইঞ্জিনিয়ার অভিজ্ঞতাঃ ৫+ বছর অভিজ্ঞতা ৭৫০০-১৩০০০ ৯০০০০-১৫৬০০০
ডাক্তার অভিজ্ঞতাঃ ৫+ বছর অভিজ্ঞতা ১১০০০-১৮০০০ ১৩২০০০-২১৬০০০
অ্যাকাউন্টেন্ট অভিজ্ঞতাঃ ৫+ বছর অভিজ্ঞতা ৫৫০০-৯০০০ ৬৬০০০-১০৮০০০
শিক্ষক অভিজ্ঞতাঃ ৫+ বছর অভিজ্ঞতা ৭৫০০-১১০০০ ৯০০০০-১৩২০০

কাতার কোম্পানি ভিসা বেতন কত এবং অভিজ্ঞতা অনুযায়ী আয়

কাতারে আপনার বেতন নির্ভর করবে অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ধরন এবং কোম্পানির ওপরে। কাতারে প্রাথমিক অবস্থায় আপনি প্রতি মাসে ২৫০০-৫৫০০ QAR পর্যন্ত বেতন পেতে পারেন।অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন আরো বেড়ে যায়। তাছাড়া একজন এডমিন সহকারী ২৫০০ এবং অফিস ম্যানেজার ১১০০ QAR পর্যন্ত আয় করতে পারে। চলুন, অভিজ্ঞতা অনুযায়ী কাতার কোম্পানি ভিসা বেতন কত তা দেখে নেওয়া যাক। 

কোম্পানি, পেশা ও অভিজ্ঞতা মাসিক আয় (QAR) বার্ষিক আয় (QAR)
Qatar Petroleum
ইঞ্জিনিয়ার
অভিজ্ঞতাঃ ৫+ বছর
১০০০০ - ১৮০০০ ১২০০০০ - ২১৬০০০
Qatar Airways
কেবিন ক্রু
অভিজ্ঞতাঃ ১-৩ বছর
৪৫০০ - ৬৫০০ ৫৪০০০ - ৭৮০০০
Qatar Airways
পাইলট
অভিজ্ঞতাঃ ৫+ বছর
৩০০০০ - ৪৫০০০ ৩৬০০০০ - ৫৪০০০০
Hamad Medical Corp
ডাক্তার
অভিজ্ঞতাঃ ৫+ বছর
১৫০০০ - ২২০০০ ১৮০০০০ - ২৬৪০০০
Hamad Medical Corp
নার্স
অভিজ্ঞতাঃ ৩-৫ বছর
৫৫০০ - ৯০০০ ৬৬০০০ - ১০৮০০০
Ooredoo
আইটি বিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ ৩-৫ বছর
৭৫০০ - ১১০০০ ৯০০০০ - ১৩২০০০
Vodafone Qatar
মার্কেটিং ম্যানেজার
অভিজ্ঞতাঃ ৫+ বছর
৯০০০ - ১৫০০০ ১০৮০০০ - ১৮০০০০
Qatar Gas
ইলেকট্রিশিয়ান
অভিজ্ঞতাঃ ৩-৫ বছর
৩৭০০ - ৫৫০০ ৪৪৪০০ - ৬৬০০০
Qatar Gas
প্লাম্বার
অভিজ্ঞতাঃ ৩-৫ বছর
৩৭০০ - ৫৫০০ ৪৪৪০০ - ৬৬০০০
Al Jazeera Media
জার্নালিস্ট
অভিজ্ঞতাঃ ৫+ বছর
১১০০০ - ১৬৫০০ ১৩২০০০ - ১৯৮০০০

কাতার রেস্টুরেন্ট এবং ড্রাইভিং ভিসা বেতন কত বিস্তারিত জানুন

কাতার অর্থনৈতিক দিক থেকে উন্নত হওয়ায় রেস্টুরেন্ট ও ড্রাইভিং ভিসা কর্মসংস্থানের প্রচুর সুযোগ সুবিধা তৈরি হয়েছে। রেস্টুরেন্ট ভিসায় একজন কর্মী সাধারণত শেফ, হেলপার এবং ওয়েটার পদে কাজ করে থাকেন। অন্যদিকে ড্রাইভিং ভিসায় কর্মরত একজন কর্মী ব্যক্তিগত ড্রাইভার, কোম্পানি ড্রাইভার এবং ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করেন। কাতারে এই দুই পদের জন্য ভালো বেতন পাওয়া যায় যা অনেকের কাছে আকর্ষণীয়। কাতার রেস্টুরেন্ট ভিসা বেতন কত এবং ড্রাইভিং ভিসা বেতন নিয়ে নিচে টেবিল আকারে তথ্য দেওয়া হল।

কাতার রেস্টুরেন্ট ভিসা বেতনঃ

পেশার নাম মাসিক আয় QAR বার্ষিক আয় QAR
শেফ (শেফ) ৫+ বছর অভিজ্ঞতা ৪০০০-৬০০০ ৪৮০০০-৭২০০০
সহকারী শেফ (সহকারী শেফ) ৩-৫ বছর অভিজ্ঞতা ৩০০০-৪৫০০ ৩৬০০০-৫৪০০০
কুক (কুক) ১-৩ বছর অভিজ্ঞতা ২০০০-৩০০০ ২৪০০০-৩৬০০০
কিচেন হেল্পার (কিচেন হেল্পার) অভিজ্ঞতা ছাড়া ১২০০-১৮০০ ১৪৪০০-২১৬০০
ওয়েটার/ওয়েট্রেস (ওয়েটার/ওয়েট্রেস) ১-৩ বছর অভিজ্ঞতা ১৫০০-২৫০০ ১৮০০০-৩০০০০
ক্লিনিং স্টাফ (ক্লিনিং স্টাফ) অভিজ্ঞতা ছাড়া ১২০০-১৮০০ ১৪৪০০-২১৬০০

কাতার ড্রাইভিং ভিসা বেতনঃ

পেশার নাম মাসিক আয় QAR বার্ষিক আয় QAR
প্রাইভেট ড্রাইভার - ১-৩ বছর অভিজ্ঞতা ২৫০০-৩৫০০ ৩০০০০-৪২০০০
কোম্পানি ড্রাইভার - ১-৩ বছর অভিজ্ঞতা ২০০০-৩০০০ ২৪০০০-৩৬০০০
ডেলিভারি ড্রাইভার - অভিজ্ঞতা ছাড়া ১৫০০-২৫০০ ১৮০০০-৩০০০০
বাস ড্রাইভার - ৩-৫ বছর অভিজ্ঞতা ৩০০০-৪৫০০ ৩৬০০০-৫৪০০০
ট্যাক্সি ড্রাইভার - ১-৩ বছর অভিজ্ঞতা ২০০০-৩০০০ ২৪০০০-৩৬০০০
লিমো ড্রাইভার - ৫+ বছর অভিজ্ঞতা ৪০০০-৬০০০ ৪৮০০০-৭২০০০

কাতারে কোন কাজের বেতন বেশি এবং যাওয়ার খরচ কত

বরাবর বলে আসতেছি, কাতার উন্নত দেশ হওয়ার কারণে সেখানে কাজের সুযোগ সুবিধা বেশি। এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ নানা ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। এখানে দেশি-বিদেশি সকল শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যার মধ্যে কিছু কাজের বেতন বেশ ভালো। আপনি যদি কাতার যেতে চান সে ক্ষেত্রে খরচ এবং ভিসার ধরণ ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখতে হবে। চলুন, কাতারে যেতে কত টাকা লাগে এবং কোন কাজের বেতন বেশি সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

কাতারে-শ্রমিকের-বেতন-কত
কাতারে যে কাজগুলোর বেতন বেশিঃ

পেশার নাম ও অভিজ্ঞতা মাসিক আয় QAR বার্ষিক আয় QAR
সার্জন/ডাক্তার - বিশেষ চিকিৎসা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ৩৫০০০-৬০০০০ ৪২০০০০-৭২০০০০
প্রধান নির্বাহী কর্মকর্তা - শক্তিশালী নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা ৩০০০০-৫৪২৫০ ৩৬০০০০-৬৫১০০০
আইটি প্রকল্প ব্যবস্থাপক - প্রকৌশলী ৩০০০০-৪৫২৫০ ৩৬০০০০-৫৪৩০০০
পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার - রিজার্ভয়ার ইঞ্জিনিয়ারিং, প্রকল্প ব্যবস্থাপনা, ড্রিলিং প্রযুক্তি ২৫০০০-৪০০০০ ৩০০০০০-৪৮০০০০
কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ার - পাইথন, মেশিন লার্নিং, এবং ডেটা বিশ্লেষণ দক্ষতা ৩৫০০০ ৪২০০০০
ব্লকচেইন ডেভেলপার - ব্লকচেইন জ্ঞান ৪০০০০ ৪৮০০০০
সাইবার নিরাপত্তা বিশ্লেষক - নেটওয়ার্ক নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, সার্ভার ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ৩০০০০ ৩৬০০০০
ডেটা বিজ্ঞানী - ডেটা বিশ্লেষণ দক্ষতা ৩৫০০০ ৪২০০০০
ক্লাউড সলিউশন আর্কিটেক্ট - ক্লাউড কম্পিউটিং জ্ঞান ৪৫০০০ ৫৪০০০০
আইটি সিস্টেম প্রশাসক - নেটওয়ার্ক নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, সার্ভার ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ১০০০০-১৮০০০ ১২০০০০-২১৬০০০
সিভিল ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার) - স্ট্রাকচারাল বিশ্লেষণ, অটো ক্যাড, প্রকল্প ব্যবস্থাপনা, টিমওয়ার্ক, নেতৃত্ব ১২০০০-২০০০০ ১৪৪০০০-২৪০০০০

কাতারে যেতে টাকার পরিমানঃ


কাতারে কাজের ভিসা (ওয়ার্ক পারমিট) কাতার ফ্রি ভিসা গৃহকর্মী ভিসা টুরিস্ট ভিসা
৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে ৬ থেকে ৭ লাখ টাকা হতে পারে ২ থেকে ৩ লাখ টাকা হতে পারে ১.৫ থেকে ২ লাখ টাকা হতে পারে

ব্যক্তিগত মতামতঃ কাতারে শ্রমিকের বেতন কত

কাতারে শ্রমিকের বেতন কত? আশা করি আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পর কাতারে শ্রমিকের বেতন কত হতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। তাছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই তা হলো অনেকের মনে প্রশ্ন আসতে পারে কাতার যেতে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে? জি হ্যাঁ এটার প্রয়োজন হয়। কারণ এটি একটি অফিসিয়াল ডকুমেন্ট। আপনার অপরাধমূলক রেকর্ড আছে কিনা তা নিশ্চিত করতে পুলিশ ক্লিয়ারেন্স দরকার।
যে সমস্ত ভাইয়েরা কাতারে গিয়ে উন্নত জীবন যাপন করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, বৈধ পথ অবলম্বন করুন এবং প্রতারক থেকে বেঁচে থাকুন। কারণ অনেক প্রতারক বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে আপনার টাকা আত্মসাৎ করতে পারে। যদি আপনি আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের মানুষদেরকে দেখার সুযোগ করে দিন। এবং কাতারের এই যাত্রায় আমার পক্ষ থেকে রইল শুভকামন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url