ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো তা সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। সেজন্য ফেসওয়াস নির্বাচনের ক্ষেত্রে এমন ফেসওয়াস বেছে নিতে হবে
যা আমাদের ত্বকের অতিরিক্ত তেল, ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদি নানা সমস্যা দূর
করবে।
যে সমস্ত ভাইয়েরা তৈলাক্ত ত্বক নিয়ে চিন্তিত আছেন, লিসাইলিক অ্যাসিড বা চারকোল
যুক্ত ফেসওয়াশ ব্যবহারে অতিরিক্ত তেল দূর হবে এবং ত্বক থাকবে সতেজ ও পরিষ্কার।
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো নির্বাচন করতে গিয়ে আপনি যদি
হিমশিম খেয়ে যান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
পোস্ট সূচিপত্রঃ ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
- ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
- ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো
- মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
- তৈলাক্ত ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার ভালো
- তৈলাক্ত ত্বকের জন্য কোন সিরাম ভালো
- ভিটামিন সি সিরাম এর উপকারিতা ও অপকারিতা
- ব্যক্তিগত মতামতঃ ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো তা সঠিকভাবে নির্বাচন করা
অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। বর্তমান বাজারে তৈলাক্ত ত্বকের জন্য আপনি অনেক
ধরনের ফেসওয়াশ হয়ে যাবেন। কিন্তু এই ফেসওয়াসগুলো কি সত্যি আপনার সমস্যার
সমাধান করে দিতে সক্ষম হবে? উপযুক্ত ফেসওয়াস নির্বাচনের ক্ষেত্রে কিছু
ফর্মুলা জানা অত্যন্ত জরুরী। চলুন, ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াসগুলো ভালো তা বেছে নিতে আপনাকে সাহায্য করি।
ফেসওয়াশের নাম | মূল উপাদান | বাংলাদেশ প্রাইস (প্রায়) |
---|---|---|
মামাঅর্থ চারকোল ফেসওয়াশ | টি ট্রি অয়েল, সোডিয়াম পিসিএ, অ্যাকটিভেটেড চারকোল পাউডার, গ্লিসারিন ইত্যাদি | ৩৬৩ টাকা পড়তে পারে (Rokomari) |
প্লাম গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ | হরিদ্রা রুট নির্যাস, সিট্রাস লিমন, দারুচিনি, তুলসি ইত্যাদি | 620 টাকা পড়তে পারে (Rokomari) |
ওয়াও স্কিন সায়েন্স অ্যাপল সাইডার ভিনেগার ফেসওয়াশ | অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, প্রো-ভিটামিন B5, ভিটামিন E, ইত্যাদি | ৫২২ টাকা পড়তে পারে (Rokomari) |
আরোমা ম্যাজিক নিম অ্যান্ড ট্রীটি ফেস ওয়াশ | বেসিল, সোডিয়াম বেনজোয়েট, সিট্রিক অ্যাসিড, টোকোফেরল ইত্যাদি | 420 টাকা পড়তে পারে (Rokomari) |
বায়োরে চারকোল অ্যাকনে ক্লিয়ারিং ফোম | চারকোল পাউডার, সালিসাইলিক অ্যাসিড, সোডিয়াম লরেথ সালফেট, মেনথল ইত্যাদি | ১২০০ টাকা পড়তে পারে (Rokomari) |
সতর্কতাঃ আমি সর্বদা চেষ্টা করি আমার পাঠকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য, এবং
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য প্রদান করতে। আমার মতে, আমি যে ফেসওয়াস গুলোর নাম
উল্লেখ করেছি সেগুলো নিরাপদ এবং কেমিক্যাল মুক্ত। আপনাদের কথা ভেবে একজন মানুষ
হিসাবে যতটুকু গবেষণা করা দরকার তার পুরোটা দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। যাই
হোক, ক্রিমগুলো কিন্তু সব ত্বকের জন্য উপযুক্ত না। অ্যালার্জি বা সংবেদনশীল
ত্বকে সমস্যা হতে পারে। সেজন্য প্যাচ টেস্ট করে নিবেন।
আরো পড়ুনঃ মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম
ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো
আজকাল ব্রণ ত্বকের সাধারণ একটি সমস্যা হয়ে উঠেছে। বর্তমানে কিশোর কিশোরীদের
মধ্যে ব্রণের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। ব্রণ বিভিন্ন কারণে হতে পারে
যেমনঃ ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন, ব্যাকটেরিয়ার সংক্রমণ অথবা হরমোন জনিত
কারণে। ছেলেদের অধিকাংশ সময় ঘরের বাইরে বিভিন্ন কাজে অতিবাহিত করতে হয়।
বাইরে ধুলাবালি, রোদ ইত্যাদি কারণে ত্বকে ময়লা জমে এবং ব্রণের সমস্যা দেখা
দেয়। আসুন, ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো তা জেনে নেই।
ফেসওয়াশের নাম | মূল উপাদান | বাংলাদেশ প্রাইস (প্রায়) |
---|---|---|
সেরাভে হাইড্রেটিং ক্লিনজার | Hyaluronic Acid, Ceramides | ১৯৬০ টাকা (Rokomari) |
আইএসআইএস ফার্মা টিন ডার্ম এক্সফোলিয়েটিং ক্লিনজিং জেল | Salicylic Acid, Zinc | ২০৯০ টাকা পড়তে পারে (E-Pharma Website) |
স্টিফেল অ্যাকনে-এড বার | Sulfur, Salicylic Acid | ১২০ টাকা পড়তে পারে (Rokomari) |
নিউট্রোজেনা অয়েল-ফ্রি অ্যাকনে ওয়াশ | Salicylic Acid | ১৪০০ টাকা পড়তে পারে (Rokomari) |
কসআরএক্স লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার | Tea Tree Oil, Betaine Salicylate | ৬১৮ টাকা পড়তে পারে (Rokomari) |
বায়োডারমা সেবিয়াম জেল মুসঁত | Zinc Sulfate, Copper Sulfate | ১৩৯০ টাকা পড়তে পারে (Rokomari) |
মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো
সব মেয়েই চাই তার ত্বক তরতাজা এবং উজ্জ্বল থাকুক। কিন্তু অনেক সময়
মা-বোনেরা ফেসওয়াশস নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।
আপনি যদি এমন কিছু খুঁজে থাকেন যা ত্বকের প্রাকৃতিক আদ্রতা ধরে রাখে
এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে তাহলে এগুলি হতে পারে আপনার জন্য
সেরা সমাধান। ফেসওয়াশগুলো কিন্তু সব ত্বকের জন্য উপযুক্ত নাও হতে
পারে। সতর্ক থাকতে প্যাচ টেস্ট করে দেখতে হবে। চলুন, আপনার জন্য কোন ফেসওয়াশ
ভালো তা দেখে নেওয়া যাক।
ফেসওয়াশের নাম | মূল উপাদান | বাংলাদেশ প্রাইস | কোথায় পাবেন |
---|---|---|---|
সেটাফিল অইলি স্কিন ক্লিনজার | জিঙ্ক, গ্লিসারিন | ১০০০-১৫০০ টাকা হতে পারে | Daraz |
ডেলিকেট ফেসিয়াল ক্লিনজার কাশ্মিরি কেশর ও নিম | কাশ্মিরি কেশর, নিম | ৩০১০ টাকা হতে পারে | Essence website |
এম ক্যাফেইন ডিপ ক্লিনজিং কফি ফেস ওয়াশ | কফি, গ্লিসারিন | ৫৭৬ টাকা হতে পারে | Rokomari |
মিনিমালিস্ট সালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ 2% | সালিসাইলিক অ্যাসিড | ১০০০ টাকা হতে পারে | Daraz |
এল'অরিয়াল প্যারিস রিভিটালিফট হায়ালুরোনিক অ্যাসিড জেল ক্লিনজার | হায়ালুরোনিক অ্যাসিড | ২০০০ টাকা হতে পারে | Daraz |
তৈলাক্ত ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার ভালো
ব্রণ অথবা তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার কথাটি শুনতে আজব লাগছে
তাইনা। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার
ব্যবহার করা কি ঠিক হবে। যখন কোন ব্রণ প্রতিরোধী প্রোডাক্ট ব্যবহার করবেন তখন
আপনার ত্বক শুষ্ক হয়ে যায়। সেজন্য এমন কিছু ব্যবহার করতে হবে যাতে ত্বক
হাইড্রেট থাকে। এমন অনেক ধরনের ময়শ্চারাইজার আছে যার ব্যবহারে ত্বকের
আর্দ্রতা ঠিক থাকবে ব্রণ এবং তেলভাব নিয়ন্ত্রণে সাহায্য করবে। তৈলাক্ত ব্রণ
প্রবণ ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার জেনে নিন।
ময়শ্চারাইজারের নাম | মূল উপাদান | বাংলাদেশ প্রাইস | কোথায় পাবেন |
---|---|---|---|
মেরি কেয় টাইমওয়াইজ এজ মিনিমাইজ 3D নাইট ক্রিম - কম্বিনেশন/অইলি | রেটিনল, পেপটাইডস | ২৫০০ টাকা হতে পারে | Prototypebd website |
সেরাভি ডেইলি ময়েশ্চারাইজিং লোশন | সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড | ৩০০০ টাকা হতে পারে | Rokomari |
নিউট্রোজেনা হাইড্রো বুস্ট হায়ালুরোনিক অ্যাসিড ফেস ময়েশ্চারাইজার | হায়ালুরোনিক অ্যাসিড | ১৪০০ টাকা হতে পারে | Rokomari |
রক মাল্টি কোরেক্সন 5-ইন-1 ডেইলি ময়েশ্চারাইজার | রেটিনল, সেরামাইড | ২৫০০ টাকা হতে পারে | Daraz |
বেয়ার রিপাবলিক মিনারেল এসপিএফ 30 ফেস সানস্ক্রীন জেল-লোশন | জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম ডাই অক্সাইড | ৪০০০ টাকা হতে পারে | Amazon |
গার্নিয়ার স্কিনঅ্যাকটিভ 3-ইন-1 ফেস ময়েশ্চারাইজার উইথ গ্রিন টি | গ্রিন টি, গ্লিসারিন | ৪০০০ টাকা হতে পারে | Ubuy bangladesh website |
লা রোচে-পোসে এফফাকলার ম্যাট ফেস ময়েশ্চারাইজার | জিঙ্ক, সিলিকা | ২৮০০ টাকা হতে পারে | Daraz |
নিউট্রোজেনা অইল-ফ্রি ময়েশ্চার ফর কম্বিনেশন স্কিন | গ্লিসারিন, সিলিকা | ১০০০ টাকা হতে পারে | Daraz |
ওলে রিজেনেরিস্ট হুইপ ফেস ময়েশ্চারাইজার | পেপটাইডস, ভিটামিন B3 | ৬০০ টাকা হতে পারে | Rokomari |
পাউলা'স চয়েস 2% বিএইচএ লোশন এক্সফোলিয়েন্ট | সালিসাইলিক অ্যাসিড | ১৫০০ টাকা হতে পারে | Daraz |
সেরাভি পিএম ফেসিয়াল ময়েশ্চারাইজিং লোশন | সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড | ২২০০ টাকা হতে পারে | Daraz |
সিম্পল ওয়াটার বুস্ট হাইড্রেটিং জেল ক্রিম ফেস ময়েশ্চারাইজার | গ্লিসারিন, পেন্টেনল | ১০০০ টাকা হতে পারে | Rokomari |
তৈলাক্ত ত্বকের জন্য কোন সিরাম ভালো
ত্বকের যত্নে সিরামের কোন বিকল্প নেই। সিরাম আমাদের ত্বকে তেল উৎপাদন, ত্বকের
কালো দাগ এমনকি ছোট ছোট রেখা মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য
আপনাদের প্রত্যেকের রুটিনে সিরাম থাকাটা আবশ্যক বলে মনে করি। বর্তমান বাজারে
আপনি অনেক ধরনের সিরাম পেয়ে যাবেন। কিন্তু সিরাম কেনার আগে কিছু বিষয়
আপনাকে মাথায় রাখতে হবে। আপনার জন্য কোন সিরামটি ভালো হবে চলুন, এ বিষয়ে
বিস্তারিত আলোচনা করা যাক।
- দ্য অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড ৭% টোনিং সলিউশনঃ গ্লাইকোলিক অ্যাসিড আপনার ত্বকের তৈলাক্তভাব কমাতে সহায়তা করে। তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং মৃত কোষ দূর করে। আপনার ত্বক যদি সংবেদনশীল হয় সেক্ষেত্রে প্যাচ টেস্ট করুন।
- কসআরএক্স এএইচএ ৭ হোয়াইটহেড পাওয়ার লিকুইডঃ এটিতে অবস্থিত গ্লাইকোলিক অ্যাসিড তৈলাক্ত এবং সংবেদনশীল ত্বকের মৃত কোষগুলো সরিয়ে দেয় যার ফলে ত্বক মসৃণ এবং সতেজ দেখায়। গ্লাইকোলিক অ্যাসিড থাকার কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে। সেজন্য ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করে নিবেন।
- পাউলা’স চয়েস স্কিন পারফেক্টিং ২% বিএইচএ লিকুইড এক্সফোলিয়েন্টঃ স্যালিসিলিক অ্যাসিড আপনার ত্বকের ব্রণ, তৈলাক্ত ভাব এবং ব্ল্যাকহেডস দূর করতে সহায়তা করে। আপনার ত্বক যদি সংবেদনশীল হয় সেক্ষেত্রে কম পরিমাণে ব্যবহার করুন। ত্বকে অ্যালার্জির সমস্যা অনুভব করলে দ্রুত ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
- দ্য অর্ডিনারি ল্যাকটিক অ্যাসিড ১০% + হায়ালুরোনিক অ্যাসিডঃ আপনার শুষ্ক, সংবেদনশীল এবং সতেজ ত্বকের জন্য ল্যাকটিক অ্যাসিড কার্যকরী ভূমিকা রাখে। আপনি যদি ত্বকে জ্বালাপোড়া, লালভাব অনুভব করেন তাহলে ব্যবহার কমিয়ে দিন।
- নিউট্রোজেনা র্যাপিড টোন রিপেয়ার সিরামঃ গ্লাইকোলিক অ্যাসিড থাকার কারণে শুষ্ক ত্বকের জন্য কার্যকরী ভূমিকা রাখে। সংবেদনশীল ত্বকের জন্য সচেতন থাকবেন এবং আপনি যখন বাইরে যাবেন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
- উইশট্রেন্ড ম্যান্ডেলিক অ্যাসিড ৫% স্কিন প্রেপ ওয়াটারঃ এটিতে অবস্থিত ম্যান্ডেলিক অ্যাসিড আপনার শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। সংবেদনশীল ত্বকের জন্য প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।
- নিউট্রোজেনা র্যাপিড টোন রিপেয়ার সিরামঃ গ্লাইকোলিক অ্যাসিড থাকার কারণে শুষ্ক ত্বকের জন্য কার্যকরী ভূমিকা রাখে। সংবেদনশীল ত্বকের জন্য সচেতন থাকবেন এবং আপনি যখন বাইরে যাবেন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
- বায়োডারমা পিগমেন্টবায়ো ডেইলি কেয়ার সিরামঃ নিষ্প্রাণ এবং অসম ত্বকের সমস্যায় যারা ভুগছেন এই সিরামটি ত্বকের উজ্জ্বলতায় দারুন ভূমিকা রাখে। কেনার আগে প্যাচ টেস্ট করে নিবেন।
ভিটামিন সি সিরাম এর উপকারিতা ও অপকারিতা
ত্বকের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়াতে আমরা অনেক ধরনের প্রোডাক্ট
ব্যবহার করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন সি সিরাম। ভিটামিন সি
সিরামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে,
ক্ষত সারাতে, কালচে দাগ, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ, বয়সের ছাপ ইত্যাদি
কমাতে কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু আমরা প্রোডাক্ট ব্যবহারে আগে খুব
একটা গবেষণা করি না। এতে উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আসুন, ভিটামিন সি সিরামের ভালো ও মন্দ দিক নিয়ে আলোচনা করা যাক।
ভিটামিন সি সিরাম এর উপকারিতাঃ
- সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে
- অকাল বার্ধক্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
- আমাদের ত্বকের রঙকে সমান এবং পরিস্কার রাখে
- এটির একটি ভালো দিক হলো এটা সব ত্বকের জন্য নিরাপদ
- আমাদের ত্বককে আর্দ্র এবং পানিপূর্ণ রাখে
- ত্বকের লালচেভাব কমাতে সাহায্য করে
- আমাদের ত্বকের কোলোজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে
- অনেক সময় ভিটামিন সি সিরাম ব্যবহারের ফলে তোকে জ্বালাপোড়া, লালচেভাব এবং চুলকানি হতে পারে
- ভিটামিন সি সিরাম ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে
- সংবেদনশীল ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে
- অনেক সময় ত্বকের নির্দিষ্ট স্থানে কালো দাগ দেখা দিতে পারে
- ভিটামিন সি সিরাম ব্যবহারে ত্বক স্পর্শকাতর হয়ে ওঠে যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের উপর প্রভাব ফেলতে পারে
- ভিটামিন সি সিরাম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলে দ্রুত নষ্ট হয়ে যায়। যা আপনার ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে
ব্যক্তিগত মতামতঃ ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো আশা করি আর্টিকেলটি দ্বারা
কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ত্বক একটি সেনসিটিভ বিষয়। সেজন্য কোন
প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই এর ভালো-মন্দ দিক দেখে নিবেন। ছেলেদের
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াসটি ভালো আমি এই টপিকটি নিয়ে অনেক গবেষণা
করেছি এবং বিভিন্ন আর্টিকেল পড়েছি। চেষ্টা করেছি আপনাদের জন্য সত্য,
নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য উপস্থাপন করতে। আপনার সুস্থ এবং
সুন্দর জীবনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
সব বাজ ব্লগিং ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url